৭ লাখ টাকা দাম উঠলো সাকিবের ব্যাটের

ছবি: ছবি- সংগৃহীত

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
মরণঘাতী করোনাভাইরাসের প্রাদুর্ভাবে বিপাকে পড়েছে দেশের খেটে খাওয়া মানুষ। তাঁদের পাশে এরই মধ্যে দাঁড়িয়েছেন জাতীয় এবং ঘরোয়া দলের ক্রিকেটাররা। ব্যতিক্রম নন সাকিব আল হাসানও।
ক্রিকেট থেকে দূরে থাকলেও এই দুর্যোগময় পরিস্থিতিতে সমাজ সেবায় নিয়োজিত আছেন সাকিব। অসহায়দের পাশে দাঁড়াতে বিশ্বকাপের ব্যাট নিলামে তুলেছেন তিনি। এরই মধ্যে ফেসবুকের একটি পেইজ থেকে শুরু হয়েছে নিলামটি। এখন পর্যন্ত নিলামের সর্বশেষ আপডেট অনুযায়ী ব্যাটটির দাম উঠেছে ৭ লাখ এক টাকা।

এর আগে ব্যাটটির সর্বনিম্ন মূল্য ধরা হয় ৫ লক্ষ টাকা। আগ্রহী ক্রিকেট প্রেমি এবং খেলা পাগলদের এই নিলামে অংশ নেয়ার জন্য অনুরোধ জানিয়েছেন সাকিব। ২০১৯ বিশ্বকাপে স্বপ্নের ফর্মে ছিলেন সাকিব। ৮ ম্যাচে ৮৬.৫৭ গড়ে ২ সেঞ্চুরি ৫ ফিফটিতে ৬০৬ রান করেছিলেন তিনি। পুরো বিশ্বকাপে এসজি ব্র্যান্ডের একটি ব্যাটই ব্যবহার করেছিলেন এই অলরাউন্ডার।
এছাড়া এই ব্যাট দিয়ে ১৫০০'র মতো রান করেছেন সাকিব। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের 'অকশন ফর অ্যাকশন' পেইজে হচ্ছে ব্যাটটির নিলাম। নিলামে বিড করতে হলে পাবলিকলি পোস্টে কমেন্ট বা ইনবক্সে নাম প্রকাশ না করে বিড করা যাবে বলে জানানো হয়েছে।
নিলামের নিয়ম অনুযায়ী নির্ধারিত সময় শেষ হওয়ার আগ পর্যন্ত পাওয়া সর্বোচ্চ দর আহ্বানকারীকেই বিজয়ী ঘোষণা করা হবে। বিডারকে অবশ্যই বিজয়ী হবার ২৪ ঘণ্টার মধ্যে সেই সেলিব্রিটির পছন্দসই চ্যারিটি প্রতিষ্ঠানকে সেই দরকৃত মুল্য পরিশোধ করতে হবে। আর্থিক লেনদেন সম্পন্ন হবার পরেই অফিশিয়ালি সেই আইটেমের বিজয়ীর নাম ঘোষণা করা হবে। সব ধাপ সম্পন্ন হওয়ার পরই ব্যাটটি বুঝিয়ে দেয়া হবে বিজয়ীকে।