এই জিম্বাবুয়েকেও সমীহ করছে

ছবি: ছবিঃ বিসিবি

|| ডেস্ক রিপো??্ট ||
জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টে ইনিংস ব্যবধানে জিতেছে বাংলাদেশ। তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে দাপট দেখিয়ে ১৬৯ রানের ব্যবধানে জিতেছে বাংলাদেশ।
এমন পারফরম্যান্সের পরও জিম্বাবুয়েকে সমীহ করছেন বাংলাদেশের ব্যাটিং কোচ নিল ম্যাকেঞ্জি। তিনি মনে করেন পেশাদার ক্রিকেটে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ভারত বা জিম্বাবুয়ে প্রত্যেক দলই ভালো করার জন্য ক্ষুধার্ত থাকে। তাই এখানে দল কোনো বিষয় না।

এ প্রসঙ্গে ম্যাকেঞ্জি বলেছেন, ' আমার কাছে পেশাদার ক্রিকেটে দেশকে প্রতিনিধিত্ব করাটাই আসল মনে হয়। অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ভারত না জিম্বাবুয়ে এটা দেখার বিষয় না। প্রতিটি খেলোয়াড়ই ক্ষুধার্ত ভালো করার জন্য। দল কোনটা সেটা বিষয় না।
আন্তর্জাতিক ক্রিকেটে যে কোনো দলের বিপক্ষে খেলাই সমান গুরুত্বপূর্ণ। তামিম ইকবাল-মুশফিকুর রহিমরা দেশের কোটি মানুষের প্রতিনিধিত্ব করেন, তাই তাঁদের উপর আস্থা রাখার আহ্বান ম্যাকেঞ্জির।
ম্যাকেঞ্জির ভাষ্যমতে, 'এটা আন্তর্জাতিক ক্রিকেট। যে দলই প্রতিপক্ষ হোক, আমরা প্রতিটি দলের বিপক্ষেই সমান। বাংলাদেশের কোটি মানুষের প্রতিনিধিত্ব করে তারা।'