রানা-রুবেলের তাণ্ডবে নাগালেই সিলেট

ছবি: ছবিঃ বিসিবি

|| ডেস্ক রিপোর্ট ||
রুবেল হোসেন-মেহেদী হাসান রানাদের বোলিং তাণ্ডবে সিলেট থান্ডারকে নাগালেই রেখেছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। নির্ধারিত ২০ ওভারে সিলেটের সংগ্রহ ৮ উইকেট হারিয়ে ১২৯ রান।
এই ম্যাচে টসে হেরে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই সুবিধা করতে পারেনি সিলেট। নাসুম আহমেদের করা প্রথম ওভার থেকে কোনো রান তুলে নিতে পারেননি সিলেটের দুই ওপেনার আন্দ্রে ফ্লেচার এবং রনি তালুকদার।
এরপর ইনিংসের চতুর্থ ওভারে বল করতে এসে ২ রান করা রনি তালুকদারকে বোল্ড করেন চট্টগ্রামের পেসার মেহেদী হাসান রানা। খানিক পরেই ৬ রান করা শফিকউল্লাহ শফিককে ফেরান রুবেল হোসেন।

তৃতীয় উইকেটে দারুণ এক জুটি গড়ে সিলেটকে এগিয়ে নিচ্ছিলেন মোহাম্মদ মিঠুন এবং আন্দ্রে ফ্লেচার। ৩৮ রান করা ফ্লেচারকে আউট করেন মুক্তার আলী। ১২তম ওভারে বল করতে ভয়ঙ্কর হয়ে উঠেছিলেন রানা।
নিজের দ্বিতীয় ওভারের প্রথম বলেই ১৫ রান করা মোহাম্মদ মিঠুনকে ক্যাচ বানিয়েছেন নাসুমের। এরপর ওভারের শেষ বলে ৬ রান করা জনসন চার্লসকে তিনি আউট করেন নুরুল হাসানের ক্যাচ বানিয়ে।
ব্যর্থ হয়েছেন নাঈম হাসানও। তিনি ১১ রান করে আউট হয়েছেন রুবেলের দ্বিতীয় শিকার হয়ে। এরপর সিলেটের রান বাড়িয়েছেন অধিনায়ক মোসাদ্দেক হোসেন। তিনি ২২ বলে ৩৩ রান করে ফিরেছেন উইলিয়ামসের বলে বোল্ড হয়ে।
শেষ ওভারে ক্রিসমার সান্টোকি দারুণ বোলিং করা রানাকে উড়িয়ে মারতে গিয়ে ব্যক্তিগত ৯ রানে ক্যাচ দিয়েছেন ইমরুল কায়েসের হাতে। শেষ পর্যন্ত দেলোয়ার ৭ এবং নাজমুল কোনো রান না করেই অপরাজিত ছিলেন।
সংক্ষিপ্ত স্কোরঃ
সিলেট থান্ডারঃ ১২৯/৮ (২০ ওভার) (ফ্লেচার ৩৮, মোসাদ্দেক ৩০; রানা ৪/২৩, রুবেল ২/২৮)