promotional_ad

বিজয় দিবস উপলক্ষ্যে মিরপুরে সাবেকদের মিলনমেলা

ছবিঃ বিসিবি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


প্রতিবারের মতো এবারও বিজয় দিবস উপলক্ষ্যে প্রদর্শনী টি-টোয়েন্টি ম্যাচ আয়োজন করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ম্যাচটিতে অংশ নেবেন বাংলাদেশের সাবেক ক্রিকেটাররা।


প্রদর্শনী এই ম্যাচটিতে দুই শহীদ মুক্তিযোদ্ধা ক্রিকেটার-সংগঠক জুয়েল ও মোশতাক একাদশের হয়ে খেলবেন নাঈমুর রহমান দুর্জয়-আকরাম খানরা। সোমবার (১৬ ডিসেম্বর) শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল ১০টায়।


অংশ নিতে দুই দলের স্কোয়াড রবিবার সন্ধ্যায় ঘোষণা করেছে বিসিবি। প্রতিবারই এই ম্যাচের দুই দলের নামকরণ করা হয় দুই বীর মুক্তিযোদ্ধার নামে। শহীদ জুয়েল এবং শহীদ মুশতাক দুজনই ক্রিকেট অন্তপ্রাণ ছিলেন। আবদুল হালিম চৌধুরী (জুয়েল) ছিলেন মুক্তিবাহিনীর দুর্ধর্ষ ক্র্যাক প্লাটুনের সদস্য।



promotional_ad

ক্রিকেটও খেলতেন দারুণ। স্বপ্ন দেখতেন স্বাধীন বাংলাদেশের হয়ে ক্রিকেট খেলবেন তিনি। দেশ স্বাধীন হলেও ক্রিকেট খেলার স্বপ্ন সত্যি হয়নি তাঁর। ১৯৭১ সালের ২৯ আগস্ট মগবাজারে সুরকার আলতাফ মাহমুদের বাসা থেকে হানাদাররা তাঁকে ধরে নিয়ে যায়। 


এরপর নির্মম অত্যাচারে তাঁকে হত্যা করা হয়। শহীদ মুশতাক ছিলেন ক্রীড়া সংগঠক। ২৫ মার্চ কালরাতে হানাদাররা নৃশংসভাবে হত্যা করে মুশতাককে। দুজনের স্মৃতিতে শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শহীদ জুয়েল এবং শহীদ মুশতাকের নামে দুটি স্ট্যান্ড আছে।


শহীদ জুয়েল একাদশ: নাঈমুর রহমান দুর্জয়, হাবিবুল বাশার সুমন, মাহমুদুল হাসান রানা, আকরাম খান, মিনহাজুল আবেদীন নান্নু, শাহরিয়ার হোসেন বিদ্যুত, এনামুল হক মনি, সজল চৌধুরী, খালেদ মাহমুদ সুজন, নাসির আহমেদ নাসু, এহসানুল হক সেজান, নিয়ামুর রশিদ রাহুল, মোহাম্মদ সেলিম (উইকেটরক্ষক) ও হাসিবুল হোসেন শান্ত।


ম্যানেজার: গোলাম ফারুক সুরু



শহীদ মুশতাক একাদশ: মেহরাব হোসেন অপি, জাহাঙ্গীর আলম, হারুনুর রশিদ লিটন, আনোয়ার হোসেন (উইকেটরক্ষক), তারেক আজিজ খান, মুশফিকুর রহমান বাবু, মোর্শেদ আলী খান, মোহাম্মদ রফিক, আনোয়ার হোসেন মনির, শফিউদ্দিন আহমেদ বাবু, ফারুক আহমেদ, জাভেদ ওমর বেলিম, মোহাম্মদ আলী ও খালেদ মাসুদ পাইলট।


ম্যানেজার: রকিবুল হাসান



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball