ঢাকা প্লাটুনের একাদশে এক পরিবর্তন
ছবি: ছবিঃ বিসিবি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) শুক্রবারের (১৩ ডিসেম্বর) দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হচ্ছে মাশরাফি বিন মুর্তজার ঢাকা প্লাটুন এবং দাসুন শানাকার কুমিল্লা ওয়ারিয়র্স। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে সন্ধ্যা ৭ টায় শুরু হবে ম্যাচটি।
ইতোমধ্যে এই ম্যাচের টস অনুষ্ঠিত হয়েছে। টসে জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন কুমিল্লা ওয়ারিয়র্স অধিনায়ক দাসুন শানাকা। এই ম্যাচে এক পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে ঢাকা প্লাটুন। আরিফুল হকের পরিবর্তে একাদশে জায়গা পেয়েছেন শুভাগত হোম।

কুমিল্লা অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নেমেছে। দুই দলেরই এটি দ্বিতীয় ম্যাচ। কুমিল্লা নিজেদের প্রথম ম্যাচে রংপুর রেঞ্জার্সকে ১০৫ রানের বিশাল ব্যবধানে হারায়। অপরদিকে বঙ্গবন্ধু বিপিএলের অন্যতম ফেবারিট দল ঢাকা প্লাটুন তাদের প্রথম ম্যাচে রাজশাহী রয়্যালসের কাছে নয় উইকেটে হারে।
ঢাকা প্লাটুনঃ মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), তামিম ইকবাল, এনামুল হক বিজয়, হাসান মাহমুদ, মেহেদি হাসান, শুভাগত হোম, জাকির আলী, থিসারা পেরেরা , লরি ইভান্স, ওয়াহাব রিয়াজ ও শহীদ আফ্রিদি।
কুমিল্লা ওয়ারিয়র্সঃ দাসুন শানাকা (অধিনায়ক), সৌম্য সরকার, আল আমিন হোসেন., ইয়াসির আলি চৌধুরী রাব্বি, সাব্বির রহমান, সানজামুল ইসলাম, আবু হায়দার রনি, মাহিদুল ইসলাম অঙ্কন, ভানুকা রাজাপাকশে, মুজিব উর রহমান ও ডেভিড মালান।