মেট্রো শিবিরে রাহির আঘাত

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
সংক্ষিপ্ত স্কোরঃ-
ঢাকা মেট্রো প্রথম ইনিংসঃ ২৪৬/১০ (৮৩.৪ ওভার) (মাহমুদউল্লাহ ৬৩, শহিদুল ৫৪; রেজাউর ৪/৭৫)
সিলেট বিভাগ প্রথম ইনিংসঃ ৩১৯/১০ (৮৪.৫ ওভার) (জাকের ৭১, জাকির ৭১*; আবু হায়দার ৫/৫৫)

ঢাকা মেট্রো দ্বিতীয় ইনিংসঃ ২৫৬/৭ (১১১ ওভার) (মাহমুদউল্লাহ ১০৭*, আবু হায়দার ৪*; ইমরান ২/৩৫)
মেট্রোর শিবিরে রাহির আঘাতঃ
ছয় উইকেটে ২২৫ রান নিয়ে খেলা শুরু করার পর খুব বেশিক্ষণ টিকতে পারেননি আগের দিনের অপরাজিত ডানহাতি ব্যাটসম্যান শহিদুল ইসলাম (৪২)। আবু জায়েদ রাহির বলে জাকির হাসানের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন তিনি। ফলে দলীয় ২৫০ রানের মাথায় সপ্তম উইকেটের পতন হয় ঢাকা মেট্রোর।
মাহমুদউল্লাহর সেঞ্চুরিঃ
৯৫ রান নিয়ে দিনের খেলা শুরু করার পর চলতি জাতীয় লিগে নিজের প্রথম সেঞ্চুরি তুলে নিয়েছেন ঢাকা মেট্রোর অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদ। মাহমুদউল্লাহর সেঞ্চুরিতে বড় লিডের পথে এগিয়ে যাচ্ছে আরাফাত সানির ঢাকা মেট্রো।
এর আগে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে জাতীয় ক্রিকেট লিগের দ্বিতীয় স্তরের ম্যাচে সিলেট বিভাগ থেকে ১৫২ রানে এগিয়ে থেকে তৃতীয় দিনের খেলা শেষ করে ঢাকা মেট্রো। তৃতীয় দিন শেষে তাদের সংগ্রহ ছিল ছয় উইকেটে ২২৫ রান।