বিসিবির সিদ্ধান্ত নেয়ার প্রক্রিয়ায় সন্তুষ্ট নন সাকিব!

ছবি: ছবি- ক্রিকফ্রেঞ্জি

|| ডেস্ক রিপোর্ট ||
সিনিয়র ক্রিকেটারদের সঙ্গে পরামর্শ না করেই সিদ্ধান্ত নিয়ে নেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এমন ব্যবস্থাপনায় সন্তুষ্ট নন বাংলাদেশের টেস্ট এবং টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান। দেশের ক্রিকেটের উন্নতিতে খেলোয়াড়দের সঙ্গে নিয়মিত আলাপ-আলোচনা করা উচিত বলে মনে করেন দেশসেরা ক্রিকেটার।
অধিনায়কত্বে অনাগ্রহের কথা সম্প্রতি বেশ কয়েকবার জানিয়েছেন সাকিব। তবে এখন পর্যন্ত বিসিবির কাছে আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি তিনি। বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছিলেন, সাকিবের সঙ্গে বসতে যাচ্ছেন তারা। কিন্তু সাকিবের দাবি, এখন পর্যন্ত এ ব্যাপারে তাঁর সঙ্গে বিসিবির পক্ষ থেকে যোগাযোগ করা হয়নি।

শুধু অধিনায়কত্ব ইস্যুতে নয়, দেশের ক্রিকেটের সব ধরনের সিদ্ধান্তে সিনিয়র ক্রিকেটারদের সঙ্গে আলোচনা করার পরামর্শ দিয়েছেন সাকিব।
দেশের শীর্ষস্থানীয় একটি পত্রিকাকে সাকিব বলেছেন, ‘বিসিবির সঙ্গে বসা হয়নি। আসলে সিদ্ধান্ত গ্রহণকারীরা যদি কখনও মনে না করেন আমাদের সঙ্গে বসা বা পরামর্শ করা প্রয়োজন, সেখানে তো যাওয়ার সুযোগ খুব একটা থাকে না। আমি মনে করি, খেলোয়াড়দের সঙ্গে বা খেলোয়াড়দের একটা প্রতিনিধি দলের সঙ্গে নিয়মিত আলাপ করা হলে তা দেশের ক্রিকেটের উন্নয়নে খুব ভালো ভূমিকা পালন করবে।’
বর্তমানে দেশের ক্রিকেটের উন্নতি হচ্ছে বলে মনে করেন সাকিব। জাতীয় ক্রিকেট লিগ শুরুর আগে ফিটনেস পরীক্ষার প্রক্রিয়া মনে ধরেছে বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডারের।
তিনি বলেন, ‘একটা জিনিস ভালো লাগছে, এখন সবাই অন্তত খেলার উন্নয়নের জন্য ফোকাস থাকছে। যেমন ফিটনেস নিয়ে চিন্তা করছে। এই জিনিসগুলো আরও আগে থেকে বলে দিলে অবশ্যই আরও ভালো হতো। যেটা পাপন ভাই বলেছেন, পরবর্তী সময়ে আরও আগে থেকে বলে দেওয়া হবে এবং কঠিন হবে। একইভাবে সুযোগ-সুবিধাগুলো তৈরি করে দেওয়াও কর্মকর্তাদের দায়িত্ব।’