হাফ সেঞ্চুরি করে ফিরলেন শান্ত

ছবি: ছবিঃ ওয়ালটন

|| ডেস্ক রিপোর্ট ||
খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে জাতীয় ক্রিকেট লিগের প্রথম স্তরের ম্যাচে নিজেদের প্রথম ইনিংসে ৩০৯ রানে অলআউট হয়েছে খুলনা বিভাগ। এর আগে রাজশাহী বিভাগ তাদের প্রথম ইনিংসে করেছিল ২৬১ রান। দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করছে রাজশাহী বিভাগ।
হাফ সেঞ্চুরি করে ফিরলেন শান্তঃ
২৮ রানে তিন উইকেট উইকেট পড়ার পর মুশফিকুর রহিমের সঙ্গে ৮৪ রানের জুটি গড়েন নাজমুল হোসেন শান্ত। হাফ সেঞ্চুরি হাঁকানোর পর আব্দুর রাজ্জাকের বলে ফিরে যান তিনি। ফেরার আগে করেন ছয়টি চারে ৫৭ রান।
রাজশাহীকে বিপদে ফেলেছেন আল আমিনঃ

মিজানুর ফেরার পর থিতু হতে পারেননি জুনায়েদ সিদ্দিকী (৫) এবং ফরহাদ হোসেন (১১)। দুজনকেই ফিরিয়েছেন পেসার আল আমিন হোসেন।
শুরুতেই মুস্তাফিজের উইকেটঃ
রাজশাহীর ওপেনার মিজানুর রহমানকে শূন্য রানে বিদায় করেছেন মুস্তাফিজুর রহমান।
সেঞ্চুরি বঞ্চিত সোহানঃ
আগের দিনের অপরাজিত ব্যাটসম্যান নুরুল হাসান সোহান তৃতীয় দিনের শুরুতে সেঞ্চুরির কাছাকাছি পৌঁছালেও সেঞ্চুরি করতে পারেননি। ৯৭ রানে শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন তিনি। তাঁর ইনিংসেই বড় সংগ্রহ পেয়েছে খুলনা।
সংক্ষিপ্ত স্কোরঃ-
রাজশাহী বিভাগ প্রথম ইনিংসঃ- ২৬১/১০ (৮৫.৩ ওভার)
(জুনায়েদ ৫১, ফরহাদ হোসেন ৪৫, ফরহাদ রেজা ৪১; মিরাজ ৪/৩৮)
খুলনা বিভাগ প্রথম ইনিংসঃ- ৩০৯/১০ (১০৮.৩ ওভার)
(সোহান ৯৭*, ইমরুল ৯৩, তুষার ৪৩; শফিউল ৩/৫৫)
রাজশাহী বিভাগ দ্বিতীয় ইনিংসঃ- ১১৬/৪ (৩৩.৫ ওভার)
(মুশফিক ৪১*, সানজামুল ২)
রাজশাহী বিভাগ একাদশঃ- মিজানুর রহমান, জুনায়েদ সিদ্দিকি, ফরহাদ হোসেন (অধিনায়ক), মুশফিকুর রহিম, নাজমুল হোসেন শান্ত, ফরহাদ রেজা, শাকির হোসেন (উইকেটরক্ষক), তাইজুল ইসলাম, সানজামুল ইসলাম এবং মোহর শেখ।
খুলনা বিভাগ একাদশঃ- ইমরুল কায়েস, সৌম্য সরকার, এনামুল হক বিজয়, তুষার ইমরান, মোহাম্মদ মিঠুন, নুরুল হাসান (উইকেটরক্ষক), মেহেদী হাসান, আব্দুর রাজ্জাক, আল আমিন হোসেন, মুস্তাফিজুর রহমান এবং রুবেল হোসেন।