ফিরে গেলেন লিটন, ব্যর্থ নাসির

ছবি: ছবিঃ ওয়ালটন

|| ডেস্ক রিপোর্ট ||
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে জাতীয় ক্রিকেট লিগের প্রথম স্তরের ম্যাচে সাইফ হাসানের ডাবল সেঞ্চুরিতে রংপুর বিভাগের বিপক্ষে প্রথম ইনিংসে আট উইকেটে ৫৫৬ রান করে ইনিংস ঘোষণা করেছে ঢাকা বিভাগ। জবাবে প্রথম ইনিংসে ব্যাটিং করছে রংপুর বিভাগ।
ফিরে গেলেন লিটন, ব্যর্থ নাসিরঃ

আগের দিন দ্রুত দুই উইকেট হারানোর পর নাঈম ইসলামকে সঙ্গে নিয়ে জুটি গড়ার চেষ্টায় ছিলেন লিটন দাস। ম্যাচের দ্বিতীয় দিনের শেষ বিকেলে তুলে নিয়েছেন হাফ সেঞ্চুরিও। তৃতীয় দিন কাঙ্খিত সেঞ্চুরির দেখা পেয়েছেন লিটন।
সেঞ্চুরি করে সুমন খানের বলে ফিরে গিয়েছেন তিনি। লিটনের ১২২ রানের ইনিংসে ছিল ১৪টি চারের মার। তাঁকে সঙ্গ দেয়া নাঈম ইসলামও পেয়েছেন হাফ সেঞ্চুরির দেখা। অবশ্য লিটন ফেরার পর ফিরে যান রংপুরের অধিনায়ক নাসির হোসেনও (১)। সুমন খানের বলে ফিরে যান তিনি।
সংক্ষিপ্ত স্কোরঃ-
ঢাকা বিভাগ প্রথম ইনিংসঃ- ৫৫৬/৮ ডিক্লেয়ার (১৬০ ওভার)
(সাইফ ২২০*, নাদিফ ৬১; সঞ্জিত ৩/৮৯)
রংপুর বিভাগ প্রথম ইনিংসঃ- ২০৪/৪ (৬৩.১ ওভার)
(নাঈম ৬৭*)
ঢাকা বিভাগ একাদশঃ- আব্দুল মজিদ, রনি তালুকদার, সাইফ হাসান, শুভাগত হোম, রকিবুল হাসান, তাইবুর রহমান, নাজমুল ইসলাম, জয়রাজ শেখ (উইকেটরক্ষক), সালাউদ্দিন শাকিল, সুমন খান ও নাদিফ চৌধুরী (অধিনায়ক)।
রংপুর বিভাগ একাদশঃ- আরিফুল হক, মাহমুদুল হাসান, নাঈম ইসলাম, নাসির হোসেন (অধিনায়ক), তানবির হায়দার, সোহরাওয়ার্দি শুভ, সাজেদুল ইসলাম, সঞ্জিত সাহা, রবিউল হক, হামিদুল ইসলাম ও লিটন দাস (উইকেটরক্ষক)।