পাঁচ উইকেট হারিয়ে বিপদে মুশফিক-সাব্বিররা

ছবি: ছবি- ক্রিকফ্রেঞ্জি

|| ডেস্ক রিপোর্ট ||
সংক্ষিপ্ত স্কোরঃ
রাজশাহী বিভাগ দ্বিতীয় ইনিংসঃ ১০১/৫, ওভার- ৫৫

জহুরুল ৩৬*, শাখির ২*; সুমন ২/১৯, শুভাগত ২/২৪
ঢাকা বিভাগ প্রথম ইনিংসঃ ৭৬.১ ওভারে ২৪০/১০ (তাইবুর ৮৮*, রনি ৬৩; তাইজুল ৪/৯২, শফিউল ৩/৪৩)।
রাজশাহী বিভাগ প্রথম ইনিংসঃ ৭৭.৫ ওভারে ১৯৭/১০ (জহুরুল ৬৪, মুশফিক ৭৫; সুমন খান ৫/৫০, শাকিল ৩/৪৭)।
ঢাকা বিভাগ দ্বিতীয় ইনিংসঃ ৯৯.২ ওভারে ২৫৪/১০ (তাইবুর ৮৮, রকিবুল ৬৫; তাইজুল ৫/১০৫, রেজা ৩/৪১)।
বিপদে রাজশাহীঃ ঢাকা বিভাগের দেয়া ২৯৮ রানের লক্ষ্যে ব্যাটিং করছে রাজশাহী বিভাগ। রান তাড়ার ইনিংসে ভালো অবস্থানে নেই জহুরুল ইসলামের দল। ১০১ রান তুলতেই পাঁচ উইকেট হারিয়েছে দলটি।
অভিজ্ঞ ব্যাটসম্যান মুশফিকুর রহিম, সাব্বির রহমান, জুনায়েদ সিদ্দিকিরা দলের হাল ধরতে পারেননি। জুনায়েদ ১১, মুশফিক ২১ এবং সাব্বির আউট হয়েছেন ০ রানে। একপ্রান্ত ধরে রেখেছেন অধিনায়ক জহুরুল।
তিনি ব্যাটিং করেছেন ৩৬ রানে। রাজশাহীর ব্যাটিং লাইন আপে ধস নামিয়েছেন সুমন খান এবং শুভাগত হোম। দুইজনে তুলে নিয়েছেন দুটি করে উইকেট।