promotional_ad

হাফ সেঞ্চুরি হলো না তামিমের

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


চট্টগ্রাম বিভাগ প্রথম ইনিংসঃ- ২৯০/১০ (১২২.৫ ওভার) (তাসামুল ৯০, সাদিকুর ৫১; মাহমুদউল্লাহ ৩/৫৫)


ঢাকা মেট্রো প্রথম ইনিংসঃ- ৩৫৪/১০ (১২৬.৪ ওভার) (শহিদুল ৮৩*, জাবিদ ৮৫*; আফ্রিদি ৩/১০৩)


চট্টগ্রাম বিভাগ দ্বিতীয় ইনিংসঃ ১০৮/৪ (৩৯ ওভার) (তাসামুল ৪) 


ফিরলেন তামিমঃ


দীর্ঘ সময় পর জাতীয় লিগ দিয়ে ক্রিকেটে ফেরা তামিম প্রথম ইনিংসে আউট হয়েছিলেন রিয়াদেড় বলে। দ্বিতীয় ইনিংসেও দেখা গেল একই চিত্র। হাফ সেঞ্চুরির পথে হাঁটতে থাকা এই ব্যাটসম্যান ৪৪ রানে লেগ বিফরের ফাঁদে পড়ে বিদায় নিয়েছেন। ১১২ বলে ৪৬ রান আসে তার ব্যাট থেকে। এরপরের ওভারে মাহিদুল ইসলাম অঙ্কনকে লেগ বিফরের ফাঁদে ফেলেন আরাফাত সানি।


পিনাক-তামিমের জুটিঃ



promotional_ad

দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে নেমে ঢাকা মেট্রোকে উড়ন্ত সূচনা এনে দিয়েছেন দুই ওপেনার তামিম ইকবাল এবং পিনাক ঘোষ। তাদের ১০০ রানের জুটিতে ভর করে ঢাকার বিপক্ষে লিড নেয় চট্টগ্রাম। এর মাঝে হাফ সেঞ্চুরি তুলে নেন ওপেনার পিনাক ঘোষ।


কিন্তু হাফ সেঞ্চুরি করার খানিক পর মাহমুদউল্লাহ রিয়াদের বলে ৫২ রানে লেগ বিফরের ফাঁদে পড়েন এই ওপেনার। এরপরের বলেই স্লিপে ০ রানে ক্যাচ দিয়ে ফেরেন অধিনায়ক মমিনুল হক। দ্রুত দুই উইকেট হারালেও হাফ সেঞ্চুরির পথে হাঁটছেন আরেক ওপেনার তামিম ইকবাল।


ব্যাটিংয়ে তামিমঃ  


ঢাকা মেট্রো ৩৫৪ রানে অলআউট হওয়ার পর ব্যাটিংয়ে নেমেছে চট্টগ্রাম বিভাগ। পিনাক ঘোষের সঙ্গে খেলতে নেমে শুরুটা ভালোই করেছেন জাতীয় দলের অভিজ্ঞ ওপেনার তামিম ইকবাল। এই রিপোর্ট লেখা পর্যন্ত ৩৪ রানে অপরাজিত আছেন তিনি। আর তাঁর সঙ্গী পিনাকের সংগ্রহ ৩৯ রান। বিনা উইকেটে ৭৩ রান করেছে চট্টগ্রাম।  


৫ রানের মধ্যেই অলআউট ঢাকা মেট্রোঃ 


৩৪৯ রান নিয়ে আজ খেলা শুরু করার পর বেশিক্ষণ টিকতে পারেনি মার্শাল আইয়ুবের ঢাকা মেট্রো। স্কোরবোর্ডে মাত্র ৫ রান যোগ করে অলআউট হয়েছে তারা। চট্টগ্রামের পেসার মেহেদি হাসানের বলে দলীয় ৩৫২ রানের মাথায় সাজঘরে ফেরেন দারুণ খেলতে থাকা শহিদুল ইসলাম।


পিনাক ঘোষের হাতে ক্যাচ দিয়ে ফেরার আগে ৮৩ রানের ঝলমলে ইনিংস খেলেন তিনি। একই ওভারের পরের বলে নতুন ক্রিজে আসা মেহরাব হোসেইনকে শূন্য রানে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেন মেহেদি। 



স্কোরবোর্ডে মাত্র ২ রান যোগ করে নোমান চৌধুরীর বলে বোল্ড হতে হয় উইকেট রক্ষক ব্যাটসম্যান জাবিদ হোসেইনকে। ফেরার আগে ৮৫ রানের দুর্দান্ত একটি ইনিংস খেলেন ২৭ বছর বয়সী এই ডানহাতি। জাবিদ ফিরলে ৩৫৪ রানে অলআউট হয় ঢাকা মেট্রো। 


এর আগে জাতীয় ক্রিকেট লিগের দ্বিতীয় স্তরের এই ম্যাচে ঢাকা মেট্রোর হয়ে প্রথম ইনিংস রাঙান উইকেটরক্ষক ব্যাটসম্যান জাবিদ হোসেন এবং পেসার শহিদুল ইসলাম। ব্যাট হাতে এই দুজনের অসাধারণ ইনিংসে ম্যাচের তৃতীয় দিন শেষে প্রথম ইনিংসে সাত উইকেটে ৩৪৯ রান করে ঢাকা মেট্রো।


এই দুজনের এমন ইনিংসে চট্টগ্রাম বিভাগের বিপক্ষে ৫৯ রানের লিড পেয়েছে মেট্রো, হাতে আছে তিন উইকেট। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে আগের দিনে দুই উইকেটে ৬৬ রান করা মেট্রো এ দিন ২০১ রান তুলতেই সাত উইকেট পড়ে যায়। এরপর হাল ধরেন জাবিদ এবং শহিদুল। দুজন মিলে গড়েন ১৪৮ রানের অবিচ্ছিন্ন জুটি।


জাবিদ করছেন ৮১* রান। সঙ্গী শহিদুল করেছেন ৮২* রান। জাবিদ এবং শহিদুলের আগে মেট্রোর হয়ে হাফ সেঞ্চুরি পেয়েছেন শামসুর রহমান এবং মাহমুদউল্লাহ রিয়াদ।


শামসুর করেছেন ৫৫ রান। মাহমুদউল্লাহর ব্যাটে আসে পাঁচটি চার ও একটি ছক্কায় ৬৩ রান। চট্টগ্রামের হয়ে মিনহাজুল আবেদীন আফ্রিদি নেন তিন উইকেট। এর আগে নিজেদের প্রথম ইনিংসে চট্টগ্রাম বিভাগ করে ২৯০ রান। ম্যাচের বাকি আর এক দিন। সেক্ষেত্রে ম্যাচটির ফলাফল যে ড্র, তা অনেকটাই অনুমেয়। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball