promotional_ad

নব্বইয়ের ঘরে ইমরুল

ছবিঃ বিসিবি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


সংক্ষিপ্ত স্কোরঃ


রংপুর বিভাগ প্রথম ইনিংসঃ- ২২৭/১০ (১০০.১ ওভার) (তানবির ৬৪, শুভ ৫০, নাঈম ৪৮; রাজ্জাক ৪/৮১)


খুলনা বিভাগ প্রথম ইনিংসঃ- ৩২২/৭ (১০৬ ওভার) (ইমরুল ৯০*, রাজ্জাক ৪*; রবিউল-২/৬৬) 


৯০ এর ঘরে ইমরুলঃ 


লাঞ্চের পর সাত নম্বর উইকেটটি হারালেও খুলনার ত্রাণকর্তা হিসেবে এখনও ক্রিজে আছেন ইমরুল কায়েস। জাতীয় দলের এই ব্যাটসম্যান এরই মধ্যে পৌঁছে গেছেন ৯০ এর কোটায়। তাঁর সঙ্গে অপরাজিত আছেন অধিনায়ক আব্দুর রাজ্জাক। খুলনার লিড ৯৯ রানের। 



promotional_ad

লাঞ্চের পর মইনুলের বিদায়ঃ 


লাঞ্চ বিরতি থেকে ফেরার পরই সপ্তম উইকেটের পতন ঘটেছে খুলনার। দলীয় ৩১১ রানের মাথায় সাজেদুল ইসলামের হাতে ক্যাচ বানিয়ে লোয়ার অর্ডার ব্যাটসম্যান মইনুল ইসলামকে সাজঘরে পাঠান রংপুরের সোহরাওয়ার্দি শুভ। 


সেঞ্চুরির পথে ইমরুলঃ 


এক প্রান্তে ধারাবাহিকভাবে উইকেট পড়তে থাকলেও দায়িত্বশীল ব্যাটিং করে দলকে বড় পুঁজির পথে নিয়ে যাচ্ছেন জাতীয় দলের ব্যাটসম্যান ইমরুল কায়েস। এরই মধ্যে সেঞ্চুরির পথে অনেকটা এগিয়ে গেছেন তিনি। লাঞ্চ বিরতিতে যাওয়ার আগে ৮০ রানে অপরাজিত ছিলেন এই বাঁহাতি। লাঞ্চের আগে ৭৪ রানের লিড পায় খুলনা বিভাগ।  


ষষ্ঠ উইকেটের পতনঃ 


বেশিক্ষণ টিকতে পারেননি নতুন ক্রিজে আসা নাহিদুল ইসলামও। মাত্র ৬ রান করে আলাউদ্দিন বাবুর প্রথম শিকারে পরিণত হন তিনি। ফলে ২৭২ রানের সময় ষষ্ঠ উইকেটের পতন হয় খুলনার। 



ব্যর্থ জিয়াউরঃ


মাত্র ৬ রানের ব্যবধানে জিয়াউর রহমানকে মাহমুদুল হাসানের হাতে ক্যাচ বানিয়ে সাজঘরে পাঠান রবিউল হক। দলীয় ২৫০ রানের মাথায় ৫ উইকেট হারিয়ে বিপদে পড়ে খুলনা। 


সৌম্যর বিদায়ঃ 


রংপুর বিভাগের বিপক্ষে আজ ৩ উইকেটে ১৯২ রান নিয়ে দিন শুরু করে খুলনা বিভাগ। খেলতে নেমে দলীয় ২৪৪ রানের মাথায় সৌম্য সরকারকে সাজঘর ফিরিয়ে ব্রেক থ্রু এনে দেন রংপুরের পেসার শুভাশিষ রায়। সঞ্জিত সাহার হাতে ক্যাচ দিয়ে আউট হন সৌম্য (৩৬)। 


এর আগে খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে অনুষ্ঠিত জাতীয় ক্রিকেট লিগের প্রথম স্তরের এই ম্যাচে নিজেদের প্রথম ইনিংসে ২২৭ রানে অলআউট হয় রংপুর। জবাবে ব্যাটিং করতে নেমে তৃতীয় দিন ৩ উইকেটে ১৯২ রানে শেষ করে খুলনা। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball