ফতুল্লায় তাইজুলের আগুনে বোলিং

ছবি: ছবি- সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
সংক্ষিপ্ত স্কোরঃ
ঢাকা বিভাগ দ্বিতীয় ইনিংসঃ ৮২/২, ওভার- ৩৫.৩
জয়রাজ ২৫*, রকিবুল ২৫*; তাইজুল ২/৩১

ঢাকা বিভাগ প্রথম ইনিংসঃ ৭৬.১ ওভারে ২৪০/১০ (তাইবুর ৮৮*, রনি ৬৩; তাইজুল ৪/৯২, শফিউল ৩/৪৩)।
রাজশাহী বিভাগ প্রথম ইনিংসঃ ৭৭.৫ ওভারে ১৯৭/১০ (জহুরুল ৬৪, মুশফিক ৭৫; সুমন খান ৫/৫০, শাকিল ৩/৪৭)।
তাইজুলের জোড়া আঘাতঃ বল হাতে দারুণ ফর্মে রয়েছেন বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম। জাতীয় লিগের প্রথম রাউন্ডের খেলায় ঢাকা বিভাগের বিপক্ষে দুর্দান্ত বোলিং করে যাচ্ছেন তিনি।
প্রথম ইনিংসে ৪ উইকেট নেয়া তাইজুল ম্যাচের তৃতীয় ইনিংসে এসে তুলে নিয়েছেন আরও দুই উইকেট। ঢাকার আব্দুল মজিদকে ৮ রানে বোল্ড করেছেন তিনি। এরপর আরেক ওপেনার রনি তালুকদারকে ২০ রানে সাজঘরে ফেরান তাইজুল।
৪৩ রানের লিড নিয়ে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করছে ঢাকা। ইতোমধ্যে ১৩৪ রানের লিড সংগ্রহ করেছে দলটি। ঢাকা হয়ে এখন উইকেটে আছেন জয়রাজ শেখ এবং রকিবুল হাসান। দুইজনেই ব্যাটিং করছেন ২৫ রানে।