তাসামুলের ফিফটিতে এগোচ্ছে মুমিনুলের চট্টগ্রাম

ছবি: ছবি- ওয়ালটন

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
সংক্ষিপ্ত স্কোরঃ
চট্টগ্রাম বিভাগ প্রথম ইনিংসঃ ২২৮/৫ (৯৫ ওভার) (তাসামুল ৫৬*) (মাহমুদউল্লাহ্ ৩/৪৭)

জাতীয় ক্রিকেট লিগে চট্টগ্রাম বিভাগ এবং ঢাকা মেট্রোপলিটনের মধ্যকার দ্বিতীয় স্তরের ম্যাচে প্রথম দিন বৃষ্টি বাধা দেয়ায় খেলা হয়েছিল মাত্র ৫১ ওভার। এদিন ব্যাটিং করে তিন উইকেটে ১৪৭ রান করে চট্টগ্রাম বিভাগ। ঢাকা মেট্রোর হয়ে তিনটি উইকেট নেন অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদ।
দ্বিতীয় দিন সকালে ব্যাটিং করতে নেমে শুরুতেই পিনাক ঘোষের উইকেট হারিয়ে বসে চট্টগ্রাম। ৩২ রান করে উইকেট রক্ষক জাবিদ হোসেনের হাতে শহিদুল ইসলামের ওভারে ক্যাচ তুলে দেন তিনি।
এরপর জুটি বাঁধেন মাহিদুল ইসলাম অঙ্কন এবং তাসামুল হক। এই দুজনের ৫০ রানের জুটিতে দলীয় ২০০ পার করে চট্টগ্রাম। তাসামুল তুলে নেন ফিফটি। কিন্তু দলীয় ২১৮ রানে অঙ্কনকে ৩০ রানে বিদায় করেন আরাফাত সানি।