promotional_ad

জয়ের জন্য নামিনি, এটা ঠিক নয়ঃ মাশরাফি

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


ভারতের বিপক্ষে হেরে আগেই চলতি বিশ্বকাপের সেমিফাইনালের দৌড় থেকে ছিটকে গিয়েছিল বাংলাদেশ দল। পাকিস্তানের বিপক্ষে শুক্রবারের ম্যাচটি মাশরাফিবাহিনী কাছে ছিল নিয়ম রক্ষার ম্যাচ হওয়ার পাশাপাশি মর্যাদার লড়াইয়ের ম্যাচ। সুযোগ ছিল পঞ্চম স্থানে থেকে বিশ্বকাপ শেষ করার।


কিন্তু সরফরাজ আহমেদের দলের কাছে ৯৪ রানে হেরে সেই সুযোগও হাতছাড়া হয়েছে বাংলাদেশের। আগেই সেমিফাইনালের দৌড় থেকে থেকে বাদ পড়ে যাওয়ায় দলের সবাই মানসিকভাবে হতাশ ছিল। তবে এর প্রভাব এই ম্যাচে পড়েনি বলে মন্তব্য করেছেন ওয়ানডে দলপতি মাশরাফি বিন মুর্তজা।



promotional_ad

নিজেদের শেষ ম্যাচে জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নেমেছিল তাঁর দল। কিন্তু শেষ পর্যন্ত পরাজিত দলের অধিনায়ক হিসেবেই মাঠ ছাড়তে হয়েছে টাইগারদের। ম্যাচ হারলেও অধিনায়ক জানিয়েছেন, দলের সবাই এই ম্যাচে জয়ের জন্য শেষ পর্যন্ত চেষ্টা করেছেন।


সবার লক্ষ্য ছিল শেষটা ইতিবাচক ভাবে করার। মাশরাফি বলেন,'জেতার জন্য নামিনি, এটা ঠিক নয়। তবে এটাও সত্যি যে, যখন জানি সেমিফাইনাল খেলব না, তখন অনেকের মনের মধ্যে কাজ করে। কাজ করার চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে হতাশ থাকে সবাই। তবে আমরা ম্যাচটি জেতার জন্য চেষ্টা করেছি অনেক।


সত্যি হচ্ছে এই ধরণের ম্যাচ থাকলে সেটা কঠিন হয়, দুই দলের জন্যেই। পাকিস্তান হয়তো শেষ কয়েকটা ম্যাচ জিতে টাচে ছিল যেটা তারা থ্রু করতে পেরেছে। আমরা পুরা আসরে ইন অ্যান্ড আউট ছিলাম। জিতছি হারছি, জিতছি হারছি- এমন। আমরা তবুও শেষ পর্যন্ত টিকে ছিলাম। ভারতের সাথে হারার পর স্বাভাবিক যে আমরা হতাশ ছিলাম। 



পাকিস্তানের সাথে জেতার ইচ্ছা অবশ্যই ছিল আমাদের। ওদের মমেন্টাম ওদের সাথে ছিল। কিন্তু লাস্ট ম্যাচে আমরা বাদ পরেছি এটা কনফার্ম হয়েছে। এটা সবার ওপর ইফেক্ট ফেলে, যেটা সবাই শো করতে পারে না বা করে না। এরকম সময়ে অনেক কিছু কাজ করে। সবাই চেষ্টা করেছে শেষটা ভালোমতো করার জন্য।'


এবারের আসরে মাত্র ৩টি ম্যাচে জয়ের মুখ দেখেছে বাংলাদেশ দল। দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট এবং আফগানিস্তানের বিপক্ষে জিতলেও নিউজিল্যান্ড এবং ভারতের বিপক্ষে শেষ পর্যন্ত লড়াই করেছে টাইগাররা। ৭ পয়েন্ট নিয়ে বর্তমানে টেবিলের সপ্তম স্থানে আছে মাশরাফিবাহিনী। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball