আগামী বিশ্বকাপ পর্যন্ত রান বন্যায় ভাসবে সাকিব

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
৮ ম্যাচে ৬০৬ রান এবং ১১ উইকেট নিয়ে বিশ্বকাপ শেষ করেছেন বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান। তাঁর এমন পারফর্মেন্স মুগ্ধ করেছে ক্রিকেট বোদ্ধাদের। বাংলাদেশকে এই বিশ্বকাপে একাই টেনে নিয়ে যাওয়া এই অলরাউন্ডার আগামী বিশ্বকাপ পর্যন্ত রান বন্যায় ভাসবেন, মন্তব্য করেছেন ভারতের ক্রিকেটার রবিন উথাপ্পা।
৩২ বছর বয়সী সাকিবের সামনে সুযোগ রয়েছে আরও একটি বিশ্বকাপ খেলার। ২০২৩ বিশ্বকাপে আরও অভিজ্ঞ এবং পরিণত হবেন তিনি। তাই তাঁর কাছে প্রত্যাশাটা আরও বেশী থাকবে বলে ধারণা উথাপ্পার।

এবারের আসরে পুরো বাংলাদেশ দলকে একাই টেনে নিয়ে গিয়েছেন সাকিব। ৫টি হাফ সেঞ্চুরি এবং ২টি সেঞ্চুরি হাঁকানো এই অলরাউন্ডার এবারের আসরে এখন পর্যন্ত সর্বোচ্চ রান সংগ্রহকারী ব্যাটসম্যান। সব মিলিয়ে পুরো বাংলাদেশ দলকে একাই চাঙ্গা রেখেছেন সাকিব, বলে জানিয়েছেন উথাপ্পা।
তিনি বলেন, 'সাকিবের পারফর্মেন্স পুরো দলকে চাঙ্গা করে রেখেছে। প্রথম কয়েক ম্যাচ পর সবাই বুঝতে পেড়েছে সে অন্য পর্যায়ের ক্রিকেট খেলছে। নক আউট পর্ব না খেলেও ৬০৬ রান করেছে সে।
তাঁর মত একজনের জন্য খারাপ লাগাটা স্বাভাবিক। অবশ্যই সে পরের বিশ্বকাপ খেলবে, শতভাগ নিশ্চিত আমি। সে একজন স্পিনার, ফাস্ট বোলার না। সে তিন নম্বরে খেলছে, আগামী বিশ্বকাপ পর্যন্ত সে রান বন্যায় ভাসবে সে।'