ট্রিপল সেঞ্চুরি হল না লিটনের

ছবি:

নাসির হোসেন, মার্শাল আইয়ুব ও মোসাদ্দেক হোসেনের মতই দুর্ভাগাদের কাতারে নাম লেখালেন লিটন কুমার দাস। প্রথম শ্রেণীর ক্রিকেটে তিনশ রানের ম্যাজিকাল ফিগার স্পর্শ করা হল না তার।
মধ্যাঞ্চলের বিপক্ষে রাজশাহীর মাঠে আগ্রাসী ব্যাটিং করে ক্যারিয়ারের দ্বিতীয় ডাবল সেঞ্চুরি হাঁকিয়ে আউট হয়েছেন তিনি। সুযোগ ছিল ট্রিপল সেঞ্চুরি পূর্ণ করার। কিন্তু ইলিয়াস সানির বলে ২৭৪ রানে লেগ বিফরের ফাঁদে পড়ে সাজঘরে ফিরেছেন তিনি।
এটি বাংলাদেশের প্রথম শ্রেণীর ক্রিকেটে পঞ্চম সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর। রকিবুল হাসান ৩১৩ রান বাংলাদেশের প্রথম শ্রেণীর ক্রিকেটের সর্বোচ্চ স্কোরের মালিক। রকিবুলের ইনিংসটি এসেছে ০৬-০৭ মৌসুমে।
এনসিএলে নাসিরের খেলা ২৯৫ রানের ইনিংসটি প্রথম শ্রেণীর ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ। বরিশালের বিপক্ষে ২০১৭-১৮ মৌসুমে ইনিংসটি খেলেছিলেন তিনি। নাসিরের পরেই আছে বিসিএলে (২০১২-১৩ মৌসুম) মার্শাল আইবুব খেলেছিলেন ২৮৯ রানের ইনিংসটি।

এই তালিকায় আছেন তরুন মোসাদ্দেক হোসেনও। ২০১৪-১৫ মৌসুমে এনসিএলের ম্যাচে ২৮১ রান করেছিলেন তিনি।
প্রথম শ্রেণীর ক্রিকেটে বাংলাদেশের সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের তালিকাঃ
৩১৩* রকিবুল হাসান বরিশাল-সিলেট ফতুল্লা ২০০৬-০৭
২৯৫ নাসির হোসেন রংপুর-বরিশাল চট্টগ্রাম ২০১৭-১৮
২৮৯ মার্শাল আইয়ুব মধ্যাঞ্চল-পূর্বাঞ্চল বগুড়া ২০১২-১৩
২৮২ মোসাদ্দেক হোসেন বরিশাল-চট্টগ্রাম বিকেএসপি ২০১৪-১৫
২৭৪ লিটন কুমার দাস পূর্বাঞ্চল-মধ্যাঞ্চল রাজশাহী ২০১৭-১৮