promotional_ad

আর্থিক সঙ্কটে থাকা শ্রীলঙ্কার পাশে দাঁড়াচ্ছেন স্মিথ-স্টার্করা

সংগ্রহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


সর্বশেষ কয়েকমাস ধরেই ভয়াবহ আর্থিক সঙ্কটে রয়েছে শ্রীলঙ্কা। ১৯৪৮ সালে স্বাধীনতার পর এবারই সবচেয়ে কঠিন সঙ্কটের মোকাবেলা করতে হচ্ছে ভারত মহাসাগরের দ্বীপ দেশটিকে। শ্রীলঙ্কার জনগণ এখন ভয়াবহ মুদ্রাস্ফীতি, জ্বালানি সংকট, নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের ঘাটতি ও উচ্চমূ্ল্য, দিনে দীর্ঘসময়ের লোডশেডিংয়ে নাকাল।


এমন অবস্থায় আর্থিক সঙ্কটে ভুগতে থাকা শ্রীলঙ্কার পাশে দাঁড়াচ্ছে অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা। পূর্ণাঙ্গ সিরিজ খেলতে আপাতত লঙ্কান দ্বীপে অবস্থান করছেন স্টিভ স্মিথ-মিচেল স্টার্করা। সিরিজ চলাকালীন শ্রীলঙ্কার পাশে দাঁড়াতে এগিয়ে এসেছেন তারা। 



promotional_ad

শ্রীলঙ্কার মানুষকে জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত চার মাস জরুরী মানবিক সহায়তা প্রদান করার লক্ষ্যে জাতিসংঘ এবং শ্রীলঙ্কার এনজিওগুলো একটি যৌথ প্রকল্প গ্রহণ করেছে। যার জন্য ৪৭.২ মিলিয়ন মার্কিন ডলারের প্রয়োজন।


সেই লক্ষ্যেই জাতিসংঘের সঙ্গে যুক্ত হয়ে হিউম্যানিটিরিয়ান নিডস অ্যান্ড প্রায়োরিটিস (এইচএনপি) নামে একটি প্রকল্পের আওতায় শ্রীলঙ্কার মানুষের ৪৭.২ মিলিয়ন মার্কিন ডলারের একটি জরুরি সহায়তা ফান্ড গঠনে এগিয়ে এসেছেন স্মিথ-স্টার্করা।


এ প্রসঙ্গে এক ভিডিও বার্তায় স্মিথ বলেন, ‘শ্রীলঙ্কার অর্থনৈতিক বিপর্যয়ে সচেতনার জন্য আমরা পাশে দাঁড়াচ্ছি। ২০০৫ সালেও সুনামির পর আমরা তাদের পাশে দাঁড়িয়েছিলাম এবং এটাই আমরা করতে পারি।’



‘আমরা একে অপরকে ১৭ বছরে ধরে সহায়তা করছি। আমরা অস্ট্রেলিয়ানরা সাহায্যের হাত বাড়িয়ে দিতে পেরে গর্বিত। শ্রীলঙ্কাকে এমন অবস্থা থেকে ঘুরে দাঁড়াতে আমরা এক সঙ্গে সহযোগিতা করতে চাই।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball