চিটাগং কিংস

বিতর্কিত বিপিএলের জন্য বিসিবিকে দায় দিচ্ছে চিটাগং

ফ্র্যাঞ্চাইজিগুলোর আর্থিক অসঙ্গতির পাশাপাশি নিম্নমানের উইকেট, ক্রিকেটারদের পারিশ্রমিক জটিলতা কিংবা বাংলাদেশের ক্রিকেট বোর্ডের (বিসিবি) নানারকম অব্যবস্থাপনা! এসবের সমালোচনা ওতপ্রোতভাবে জড়িয়ে আছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সঙ্গে। দেশের একমাত্র ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের সবশেষ আসরেও সমালোচনার কমতি ছিল না একটুও। নানান রকম ঘটনায় আরও একবার বিশ্বজুড়ে নিজেদের ব্যর্থতা সামনে এনেছে বিসিবি। বিপিএলে আসা ফ্র্যাঞ্চাইজির দায়টাও কোনো অংশে কম নয়। তবে সামির কাদের চৌধুরি মতে, বিপিএলকে বিতর্কিত করার পেছনে দায়টা বিসিবিকেই দিচ্ছেন।
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক