পল স্টার্লিং ও কার্টিস ক্যাম্ফায়ারের ১৪৪ রানের জুটিতে আয়ারল্যান্ডের জয়, ক্রিকেট আয়ারল্যান্ড

আয়ারল্যান্ডকে সিরিজে ফেরালেন স্টার্লিং ও ক্যাম্ফার

ব্রায়ান বেনেটের ১৬৯ রানের ইনিংসের পাশাপাশি প্রথম ওয়ানডেতে জিম্বাবুয়ের জয়ের নায়ক ছিলেন ব্লেসিং মুজারাবানি ও রিচার্ড এনগারাভা। দ্বিতীয় ওয়ানডেতে জ্বলে উঠতে পারলেন না তাদের তিনজনের কেউই। ওয়েসলি মাধেভেরে ও সিকান্দার রাজা হাফ সেঞ্চুরি পেলেও মার্ক অ্যাডায়ার ও কার্টিস ক্যাম্ফারের দাপুটে বোলিংয়ে জিম্বাবুয়ে ২৪৫ রানের বেশি তুলতে পারেনি। ব্যাটিংয়ে নেমে আয়ারল্যান্ডকে জয়ের ভিত গড়ে দিয়েছেন পল স্টার্লিং ও ক্যাম্ফার। তাদের দুজনের হাফ সেঞ্চুরিতে ৬ উইকেটের জয় পেয়েছে সফরকারীরা। এমন জয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে সমতায় ফিরল আয়ারল্যান্ড।
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক