সৌরভ ছড়িয়ে গাঙ্গুলি ভালোবাসা নিলেন, ভালোবাসা দিলেন
শীতের মৌসুমটা এখনও ফুরিয়ে যায়নি, তবে ঢাকার শহরে রোদের প্রখরতা বেড়েছে। গরম যে খুব সন্নিকটে সেটা বুঝতে বাকি নেই। হালকা গরমের সঙ্গে এ শহরের চিরচেনা জ্যাম। এসব ঠেলেই বেলা তিনটার খানিকটা আগেই অভিজাত গুলশানের পাঁচতারকা ওয়েস্টিন হোটেলে। সৌরভ গাঙ্গুলি আসছেন এমন খবরে কদিন ধরেই ছেয়ে গেছে বাংলাদেশ। সেটা কতটা ছেয়ে গেছে ওয়েস্টিনের বল রুমে না গেলে বোঝার উপায় নেই।
23 Feb 23,
মমিনুল ইসলাম