রিশাদকে টেস্ট দলে দেখতে চান মুশতাক
পাকিস্তান সুপার লিগে (পিএসএল) নিজের অভিষেক মৌসুমের প্রথম ৪ ম্যাচেই আট উইকেট নেন রিশাদ হোসেন। পিএসএলে অবশ্য একটানা তিনটি ম্যাচে খেলা হয়নি তার। এরপর একটি ম্যাচে সুযোগ পেয়ে নেন আরো এক উইকেট। এবার তাকে বাংলাদেশের হয়ে লাল বলের ক্রিকেটেও দেখতে চান মুশতাক আহমেদ।
20 hrs ago,
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক