নাহিদ–রিশাদরা পিএসএলে খেলুক, চাওয়া শান্তর
পাকিস্তান সুপার লিগের (পিসএল) এবারের আসরে দল পেয়েছেন নাহিদ রানা, রিশাদ হোসেন এবং লিটন দাস। পিএসএল চলার সময়ে বাংলাদেশ জাতীয় দল ব্যস্ত থাকবে ঘরের মাঠে জিম্বাবুয়ে সিরিজ দিয়ে। যার কারণে নাহিদ-রিশাদদের পিএসএলে খেলা নিয়ে খানিকটা শঙ্কাও আছে। যদিও বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্তর চাওয়া, পিএসএলে খেলুক নাহিদ-লিটনরা।
17 Mar 25,
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক