ডাবল সেঞ্চুরির পর শুভমান গিলের উদযাপন

ভারতের ৯৩ বছরের টেস্ট ইতিহাসে ডাবল সেঞ্চুরিতে গিলই প্রথম

৯৪ রানে যখন ব্যাটিং করছিলেন তখন জো রুটকে দুই চার মেরে সেঞ্চুরি করলেন শুভমান গিল। ১৮৭ রানে ব্যাটিংয়ের সময় তিন বলের ব্যবধানে জশ টাংকে দুই চার মেরে ডানহাতি ব্যাটার পৌঁছালেন ১৯৫ রানে। বাকি ৫ রান করতে খুব বেশি সময় নিলেন না ভারতের অধিনায়ক। একটু পর টাংয়ের লেগ সাইডের শর্ট লেংথ ডেলিভারিতে পুল করে ফাইন লেগে ঠেলে এক রান নিয়ে করেছেন ডাবল সেঞ্চুরি। অধিনায়ক হিসেবে নিজের দ্বিতীয় টেস্টেই ডাবল সেঞ্চুরি ছুঁয়ে হেলমেট খুলে হুঙ্কার ছাড়লেন গিল। পরবর্তীতে ব্যাট ও হেলমট উঁচিয়ে নিজের চিরচেনা উদযাপন করলেন ভারতের অধিনায়ক।
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক