বিসিবি

দেশের ঘুমিয়ে থাকা ক্রিকেটকে জাগানোর আশায় সভাপতি বুলবুল

বাংলাদেশে আঞ্চলিক ক্রিকেট সংস্থা হওয়ার কথা থাকলেও দেশের ক্রিকেটের এত বছরেও সেটা হয়ে উঠেনি। বিভাগীয় পর্যায়ে ‘মিনি বিসিবি’ গঠনের আশা দেখালেও সেটা করতে পারেননি কর্তারা। বাংলাদেশের ক্রিকেটও তাই দেশের আনাচে-কানাচে ছড়িয়ে পড়তে পারেনি। সবশেষ কয়েক বছরে ক্রমশই ঢাকা কেন্দ্রিক হয়েছে ক্রিকেট। স্বাভাবিকভাবেই দেশের বিভাগীয়, জেলা ক্রিকেট যেন ঘুমিয়ে পড়েছে। টেস্ট মর্যাদা প্রাপ্তির ২৫ বছর উদযাপনের মধ্য দিয়ে দেশের বিভিন্ন অঞ্চলের ঘুমিয়ে পড়া ক্রিকেটকে জাগিয়ে তুলতে চান আমিনুল ইসলাম বুলবুল।
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক