বড় অঙ্কের বেতনেই দায়িত্ব নিয়েছেন স্টিভ রোডস

ছবি:

বাংলাদেশ দলের প্রধাণ কোচ হিসেবে সম্প্রতি দায়িত্ব নিয়েছেন সাবেক ইংলিশ ক্রিকেটার স্টিভ রোডস। আগামী ২০ই জুন আনুষ্ঠানিক ভাবে টাইগারদের দায়িত্ব নেবেন তিনি।
বাংলাদেশ দলের সাথে কাজ করবেন আগামী ২০২০ সাল পর্যন্ত। আর এরই মাঝে দুইটি বিশ্ব আসরে খেলবে রোডসের শিষ্যরা। আগামী বছর ইংল্যান্ডে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপ তো আছেই।
তার পরের বছর টি-টুয়েন্টি বিশ্বকাপ। রয়েছে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিরিজও। ফলে বেশ কিছু চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে নব নিযুক্ত এই কোচকে।

উল্লেখ্য, গত বছরে দক্ষিণ আফ্রিকা সফরের পর থেকেই কোচ সংকটে ভুগছে টাইগাররা। সেসময় দায়িত্ব ছেড়েছেন চান্দিকা হাথুরুসিংহে। তার বিদায়ের অনেক লম্বা সময় পরে নতুন কোচের দেখা পেলো বাংলাদেশ।
জানা গেছে, টাইগারদের দায়িত্ব নেওয়া রোডস প্রতি মাসে পাবেন ১৫ থেকে ১৭ লক্ষ্য টাকা। এছাড়াও নিয়ম অনুযায়ী হোটেলে থাকলে সেই ভাড়া কিংবা ফ্ল্যাটে থাকলে পাবেন তার ভাড়াও।
এছাড়া বিসিবির পক্ষ থেকে বিশ্বমানের ইন্সুরেন্স সেবা প্রদান করা হবে সাবেক এই ইংলিশ উইকেটকিপারকে। তাছাড়াও বিসিবির পক্ষ থেকে সার্বক্ষণিক গাড়ির সুবিধা দেওয়া হবে তাকে, আর নিরাপত্তা ব্যবস্থা তো আছেই।