promotional_ad

নাসিরের অস্ত্রোপচার সম্পন্ন

promotional_ad

পায়ের ইনজুরিতে পরা নাসির হোসেনের সার্জারি অনুষ্ঠিত হয়েছে এই শুক্রবার। স্বনামধন্য সার্জন ডেভিড ইয়াংয়ের তত্ত্বাবধানে অস্ট্রেলিয়ার মেলবোর্নে এই অপারেশন অনুষ্ঠিত হয়েছে।


রাত দশটার দিকে অপারেশনের পরে একটি ছবি নাসিরের ফেসবুক পেজে পোষ্ট করা হয়েছে। ছবির ক্যাপশনে ভক্ত সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন নাসির।



এদিকে বিসিবির একটি সুত্র থেকে জানা গেছে নাসিরের চিকিৎসার খরচ অনেকটাই বহন করবে বোর্ড। যদিও সেখানে কিছুটা শর্ত বেঁধে দিয়েছে বিসিবি।



promotional_ad

আর তা হলো বোর্ড থেকে সর্বোচ্চ ৮ হাজার ডলার খরচ করা হবে এই অলরাউন্ডারের সার্জারি এবং আনুসাঙ্গিক খরচে। বাড়তি খরচের সবই নাসিরকে নিজে করতে হবে। 


সেই সুত্রের ভাষায়, 'নাসিরের চিকিৎসার খরচ বোর্ড থেকে দেয়া হবে, তবে পুরোটা নয়। বেশিরভাগ খরচই দেয়া দেয়া হবে, তবে তা ৮ হাজার ডলারের বেশি নয়।'


উল্লেখ্য ফুটবল খেলতে গিয়ে পায়ে গুরুতর চোট পেয়ে কয়েকদিন আগেই মাঠের বাইরে ছিটকে পরেন টাইগার অলরাউন্ডার নাসির হোসেন। এরপর বিসিবির চিকিৎসক এবং ডেভিড ইয়ংয়ের দেয়া তথ্য মতে জানা যায় এ বছর আর ফেরা হচ্ছে না নাসিরের।



সেক্ষেত্রে আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফর তো তিনি মিস করবেনই পাশাপাশি আগামী বছরের শুরুর দিকে অনুষ্ঠিতব্য বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) আসরেও তার খেলা অনিশ্চিত হয়ে পড়েছে।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball