বেসিক ক্রিকেটের বাইরে কিছু করিনিঃ রশিদ

ছবি:

সিরিজের প্রথম টি-টুয়েন্টিতে তিন ওভার করেছিলেন রশিদ খান। ১৩ রানে তিনটি উইকেট শিকার করে টাইগারদের ম্যাচ হারিয়েছিলেন তিনি। দ্বিতীয় টি-টুয়েন্টিতে আরও ভয়ানক আফগান এই স্পিনার।
এদিনে চার ওভার করে ১২ রান খরচায় তার শিকার চার উইকেট। সাকিব, তামিম, মোসাদ্দেক আর সৌম্যের উইকেট নিয়েছেন তিনি। দলকে সিরিজ জেতাতে দ্বিতীয় ম্যাচে হয়েছেন ম্যাচসেরাও। তবে এই ম্যাচেও বিশেষ কিছু করেননি বলেই মানছেন রশিদ।
পুরস্কার বিতরণীতে জানান, 'দল আমার কাছ থেকে এমন পারফর্মেন্সই প্রত্যাশা করে। তাই আমিও সব বিভাগে ভালো করতে মুখিয়ে থাকি। আগে আমি ১০ ওভারের পরে বল করতাম। এই সিরিজেও তাই করছি।

'গুড লেন্থে বল করার পরিকল্পনা ছিল। সাকিব, তামিম, মোসাদ্দেক আর সৌম্যের উইকেট গুরুত্বপূর্ণ ছিল। তারা সবাই ভালো ব্যাটসম্যান। বেসিক ক্রিকেটে ফোকাস করাটাই আমাদের লক্ষ্য ছিল। আর তাতে আমরা সফল।'
এদিনে রশিদের পাশাপাশি দুর্দান্ত বোলিং করেছেন মুজিব উর রহমান এবং মোহাম্মদ নবীও। ম্যাচ শেষে তাই তাদের প্রশংসা করতে ভোলেন নি আফগান অধিনায়ক আসগর স্ট্যানিকজাই। তিনি জানান,
'আমরা আমাদের সামর্থ্য সম্পর্কে জানি। তাই টসের সময়েও আত্মবিশ্বাসী ছিলাম আমরা। মুজিব, নবী, রশিদ-- সবাই নিজেদের সামর্থ্য দেখিয়েছে। উইকেটে কিছুটা টার্ন ছিল, যেটার সুবিধাও তারা নিতে পেরেছে।'