বিসিবির নিয়ম মেনেও পারিশ্রমিক পাইনিঃ মুক্তার আলী

ছবি:

দেশের এক মাত্র লিস্ট 'এ' টুর্নামেন্টে ঢাকা প্রিমিয়ার লিগে বেশ কয়েক বছর ধরেই প্লেয়ার বাই চয়েস পদ্ধতিতে দল গঠন হয়ে আসছে। এই পদ্ধতিতে নিজের মেধার তুলনায় কম পারিশ্রমিক পাচ্ছেন ক্রিকেটাররা।
দেশের ক্রিকেটারদের রুটি রুজির প্রধান জায়গা এই ঢাকা প্রিমিয়ার লীগ। অথচ এই টুর্নামেন্টেই প্লেয়ারদের পায়ে বেড়ি দেয়া হচ্ছে প্লেয়ার বাই চয়েজের মাধ্যমে। তার উপর পারিশ্রমিক নিয়ে টালবাহানা তো আছেই।
প্রতি বছরের মত ক্রিকেটারদের পারিশ্রমিক নিয়ে নেতিবাচক খবরের জন্ম দিয়ে আসছে এই টুর্নামেন্ট। এবারো তার ব্যতিক্রম নয়, আগের মৌসুমের রেকর্ড ছাড়িয়ে যাওয়ার ক্ষেত্রে এবার এগিয়ে কলাবাগান ক্রীড়াচক্র। ডিপিএল শেষ হল কয়েক মাস আগে।
অথচ ধানমন্ডির এই ক্লাবটি এখনো পারিশ্রমিক পরিশোধ করেনি ক্রিকেটারদের! ক্রিকফ্রেঞ্জির সঙ্গে এই প্রসঙ্গে একান্ত সাক্ষাৎকারে কথা বলেছেন দলটির পেস অলরাউন্ডার মুক্তার আলী। পাঠকদের জন্য সাক্ষাৎকারের প্রথম পর্ব তুলে ধরা হল...
এবার তো কলাবাগান কাউকেই পারিশ্রমিক দেয়নি। বিষয়টি আপনার ক্ষেত্রে কতটুকু সত্য, বা মিডিয়ায় উঠে আসা এই বিষয়ে আপনার মতামত কি?

-কলাবাগানে এবার আমরা এই সমস্যার মুখোমুখি হয়েছি। আসলে এবার তো বিসিবিই সব নিয়ম কানুন ঠিক করে দিয়েছে। আর আমরা ক্রিকেটাররা সব নিয়ম কানুন মেনেছি। এবার যদি ওরা না দেয় তাহলে তো আমাদের বোর্ডের কাছেই যেতে হবে। আর বোর্ড আমাদের যেটা বলে আমাদের সেটাই মেনে নিতে হবে।
আসলে আমাদের বেশিরভাগ ক্রিকেটারের রুটি রুজি কিন্তু এই ঢাকা প্রিমিয়ার লীগ। আর সেখান থেকে যদি আমরা টাকা না পাই তাহলে কিন্তু অনেক বড় সমস্যা। এখন রোজা, সামনে ঈদ। টাকা ছাড়া কিভাবে সম্ভব। শুনেছি কোন কোন বার ওরা আগেও ক্রিকেটারদের টাকা দিতোনা।'
এক্ষেত্রে আসলে বিসিবির ভূমিকা কি, বিসিবি কর্তারা কতদূর কি করেছেন? নিয়ম অনুযায়ী এই বিষয়ে তারাও হস্তক্ষেপ করতে পারেন...
- বিসিবি সামনের শনিবার আমাদের ডেকেছে। সেখানে তারা কলাবাগানের ম্যানেজমেন্টকেও ডেকেছে। আশা করি এটার একটা সুরাহা হবে। কিন্তু বিসিবির বাইরে আমরা কিছুই বলতে পারি না।
দলগত পারফর্মেন্স নিয়ে আপনার মতামত কি। কেমন ছিল এবারের আসরে কলাবাগানের যাত্রা?
- আশরাফুল সহ মাত্র কয়েকজন পারফর্মার ছিলাম আমরা। দলে পারফর্মার ছিল বেশ কয়েকজন। তবে কথা হচ্ছে এগার জন মিলে ক্লিক করতে পারতাম না, এজন্য ফল আসত না।
আর কিছুইদিন পরেই ঈদ। অথচ এখনো নিজেদের পারিশ্রমিক পাননি মুক্তার আলীর মতো কলাবাগানের বাকী ক্রিকেটাররা। ঈদের আগে পারিশ্রমিক মিলবে কিনা সেটাও অজানা।
শনিবার দিন বিসিবি ডাক দিয়েছে কলাবাগান ম্যানেজমেন্টকে। সেদিনই পারিশ্রমিক ইস্যুতে এই প্রথমবার কথা বলবে বোর্ড। মুক্তার আলিরা চেয়ে আছেন বোর্ডের দিকেই।