promotional_ad

বিশ্ব একাদশে দুই নতুন মুখ

promotional_ad

বিশ্ব একাদশ বনাম ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার টি-টুয়েন্টি ম্যাচ থেকে নিজের নাম সরিয়ে নিয়েছেন ইয়োইন মরগান। ইনজুরির কারণেই তাকে এমন সিদ্ধান্ত নিতে হয়েছে। মিডিয়ার সামনে জানান,


'আমি দুই ঘণ্টা আগেই এক্স রে করিয়েছি। আমার আঙ্গুলের শীর্ষ ভাগে ফাটল ধরেছে। তবে এটা খুব বেশি গুরুতর নয়, কিন্তু আমাকে মাঠের বাইরে থাকতে হবে। যেকোনো ম্যাচ মিস করা হতাশাজনক।'


এদিকে তিনি সরে পরায় একাদশে নতুন করে যোগ দিচ্ছেন স্যাম বিলিংস। মরগানের অবশ্য অধিনায়কত্ব করার কথা ছিল, এবার সেই জায়গায় অধিনায়কত্ব করবেন শহীদ আফ্রিদি। 


এদিকে কয়েকদিন আগেই এখান থেকে নাম প্রত্যাহার করে নিয়েছিলেন ভারতের অন্যতম সেরা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। জানা গেছে মূলত অসুস্থতার কারণেই হুট করে এই সিদ্ধান্ত নিয়েছিলেন হার্দিক। 



promotional_ad

ফলে ভারতীয় এই অলরাউন্ডারের পরিবর্তে স্কোয়াডে সুযোগ পেয়েছেন পেসার মোহাম্মদ শামি। অন্তর্ভুক্তি ঘটেছে ইংলিশ লেগ স্পিনার আদিল রশিদেরও। দলে জায়গা করে নিয়েছেন ইংল্যান্ডের হয়ে অভিষেকের অপেক্ষায় থাকা স্যাম কুরান আর পেসার তাইমাল মিলসও। তারা দলে জায়গা পাওয়ায় বিশ্ব একাদশ দলটির সদস্য সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪ তে।


বাংলাদেশ থেকে দলটিতে প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়েছিলেন দুই টাইগার ক্রিকেটার সাকিব আল হাসান এবং তামিম ইকবাল। তবে সদ্য আইপিএল থেকে ফিরে আসা সাকিব নিজেই সরে দাঁড়িয়েছেন এই ম্যাচ থেকে। অবশ্য সাকিব সরে দাঁড়ালেও তামিম ইকবাল খেলবেন ম্যাচটিতে। 


আইসিসি বিশ্ব একাদশ-


 শহীদ আফ্রিদি (অধিনায়ক), তামিম ইকবাল, দীনেশ কার্ত্তিক, স্যাম বিলিংস, রশিদ খান, সন্দ্বীপ লামিচানে, মিচেল ম্যাকক্লেনেগান, শোয়েব মালিক, থিসারা পেরেরা, লুক রঙ্কি, আদিল রশিদ, মোহাম্মদ শামি, স্যাম কুরান, তাইমাল মিলস।



ওয়েস্ট ইন্ডিজ দল-


কালোর্স ব্র্যাথওয়েট (অধিনায়ক), স্যামুয়েল বদ্রি, আন্দ্রে ফ্লেচার (উইকেটরক্ষক), রায়াদ এমরিট, ক্রিস গেইল, এভিন লুইস, অ্যাসলে নার্স, দীনেশ রামদিন (উইকেটরক্ষক), কিমো পাওয়েল, রোভম্যান পাওয়েল, আন্দ্রে রাসেল, মারলন স্যামুয়েলস, কেসরিক উইলিয়ামস।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball