টাইগারদের বিপক্ষে আফগানদের দল ঘোষণা

ছবি:

আসন্ন বাংলাদেশ সিরিজের বিপক্ষে ১৬ সদস্যের দল ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। আর এই দলে স্বাভাবিকভাবেই রয়েছেন সময়ের অন্যতম দুই সেরা স্পিনার রশিদ খান এবং মুজিব উর রহমান।
পাশাপাশি অভিজ্ঞ ক্রিকেটারদের মধ্যে রয়েছেন মোহাম্মদ নবী এবং মোহাম্মদ শাহজাদের মতো ক্রিকেটাররা। দলটির অধিনায়ক হিসেবে যথারীতি থাকছেন আসগর স্ট্যানিকজাই।
মূলত টাইগারদের বিপক্ষে দল ঘোষণার ক্ষেত্রে নির্বাচকেরা গুরুত্ব দিয়েছেন তরুণদেরকেই। বলা যায় অভিজ্ঞ এবং তরুণদের মিশেলেই চূড়ান্ত স্কোয়াড নির্বাচন করেছে তারা।

দেখে নিন বাংলাদেশ সিরিজের জন্য ১৬ সদস্যের আফগানিস্তান দলঃ-
১। আসগর স্ট্যানিকজাই (অধিনায়ক)
২। নাজিব তারাকাই
৩।উসমান ঘানি
৪। মোহাম্মদ শাহজাদ
৫। মুজিব উর রহমান
৬। নাজিবুল্লাহ জাদরান
৭। সামিউল্লাহ শেনওয়ারী
৮। শফিকুল্লাহ সাদাক
৯। দারুইশ রাওলি
১০। মোহাম্মদ নবী
১১। রশিদ খান
১২। গুলবাদিন নাইব
১৩। করিম জানাত
১৪। শারাফুদ্দিন আশরাফ
১৫। শাপুর জাদরান
১৬। আফতাব আলম
এদিকে আফগানদের বিপক্ষে আগেই ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে ইঞ্জুরির কারণে সোমবার রাতে এই দল থেকে বাদ পরেছেন টাইগার পেসার মুস্তাফিজুর রহমান।
বাংলাদেশ স্কোয়াডঃ
সাকিব আল হাসান (অধিনায়ক), মাহমুদুল্লাহ রিয়াদ (সহ-অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন, লিটন দাস, রুবেল হোসেন, আবু হায়দার রনি, আবু জায়েদ রাহি, আরিফুল হক, নাজমুল ইসলাম অপু এবং মেহেদী হাসান মিরাজ।