আফগান সিরিজের আগে বড় ধাক্কা খেল বাংলাদেশ

ছবি:

মাত্র কয়েকদিন হলো আইপিএল খেলে দেশে ফিরেছেন টাইগার পেসার মুস্তাফিজুর রহমান। আর ফিরেই আফগানিস্তানের বিপক্ষে সিরিজকে সামনে রেখে প্রস্তুতি ম্যাচে অংশ নিয়েছিলেন তিনি।
তবে শনিবার অনুষ্ঠিত এই প্রস্তুতি ম্যাচটি শেষে একটি দুঃসংবাদ শোনা গিয়েছে। আর সেটি হলো পায়ের আঙ্গুলের ইনজুরিতে পড়েছেন ফিজ। যদিও এই ইনজুরিটি তাঁর আইপিএলে খেলার সময়েই হয়েছে বলে জানা গেছে।

মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলতে গিয়েই নাকি পায়ে চোট পেয়েছিলেন মুস্তাফিজ।
আর সেই পুরনো চোট আবারো নতুন করে জাগ্রত হয়েছে প্রস্তুতি ম্যাচের সময়। তবে সোমবার রাতে পাওয়া গেলো সবচেয়ে বড় দুঃসংবাদ।
আর তা হচ্ছে ইনজুরি সারতে তিন সপ্তাহ সময় লাগবে মুস্তাফিজের। আর তাই আসন্ন আফগানিস্তান সিরিজে দল থেকে বাদ পরেছেন তিনি। অবশ্য বিসিবি অফিসিয়ালি বিষয়টি এখনো নিশ্চিত করেনি।
বিসিবির এক সূত্র থেকে থেকেই পাওয়া গিয়েছে এমন খবর। এদিকে মঙ্গলবার দিনই ভারতের উদ্দেশ্যে রওনা দিবে বাংলাদেশ দল।