২০২১ বিশ্বকাপের ভেন্যু পূর্বাচল স্টেডিয়াম?

ছবি:

পূর্বাচলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে একটি নতুন ক্রিকেট স্টেডিয়াম হতে যাচ্ছে- এই গুঞ্জন বেশ কিছুদিন থেকেই চলে আসছে ক্রিকেট অঙ্গনে। আর এই বিষয়টি সর্বপ্রথম উৎক্ষেপণ করেছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।
তবে জমি সংক্রান্ত কিছু সমস্যা থাকার কারণে সেই পরিকল্পনা এখনও ঝুলেই রয়েছে। যদিও বিসিবি প্রধান সম্প্রতি জানিয়েছেন জমি নিয়ে জটিলতা নাকি এখন আর তেমনটি নেই। এই পরিকল্পনার অংশ হিসেবে প্রধানমন্ত্রীর কাছে স্টেডিয়ামের জমির জন্য একটি সারসংক্ষেপও পাঠানো হবে বলে জানিয়েছেন পাপন। তিনি বলেন,
'বিনামূল্যে যদি আমরা পেয়ে যাই..., যেটা পাওয়ার সম্ভাবনা বেশি কারণ, এভাবেই ফাইলটা এসেছে। কিছু অগ্রগতি হয়েছে। ক্রীড়া মন্ত্রণালয় থেকে সেদিন আমাদের ডেকেছিলো। তারা বলেছে, এই জায়গাটা আমাদের নামে ট্রান্সফার করে দেয়ার জন্য তারা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে পাঠাচ্ছে। আমার জানা মতে, কয়েকদিন আগে প্রধানমন্ত্রীর কাছে একটা সারসংক্ষেপও পাঠানো হয়েছে।'

বিসিবি সভাপতি আরো জানিয়েছেন এই স্টেডিয়ামে নাকি পঞ্চাশ থেকে ষাট হাজার দর্শক বসতে পারবেন। পাশাপাশি এখানে নির্মিত হবে অত্যাধুনিক অ্যাকাডেমি। মোট কথা বিশ্বের সেরা স্টেডিয়ামগুলোর আদলেই সব সুযোগ সুবিধা রাখা হবে এখানে বলে উল্লেখ করেছেন পাপন। এই সম্পর্কে তার ভাষ্য,
'একটা অ্যাকাডেমি করবো যেখানে সারা বাংলাদেশ থেকে ছেলে-মেয়েরা এসে এখানে প্র্যাকটিস করতে পারে। পঞ্চাশ থেকে ষাট হাজার দর্শক ধারণক্ষমতার একটা অত্যাধুনিক স্টেডিয়াম করবো যেখানে সকল সুযোগ সুবিধা থাকবে। সাধারণ বিশ্বের সেরা স্টেডিয়ামগুলোতে গেলে যেমনটা দেখা যায় তেমনটা থাকবে।'
আর এই প্রোজেক্ট আগামী ২০২১ টি টোয়েন্টি বিশ্বকাপের আগেই শেষ করতে চায় ক্রিকেট বোর্ড। যাতে করে বিশ্বকাপের যৌথ আয়োজক হিসেবে এই স্টেডিয়ামে ম্যাচ নির্ধারণ করা সম্ভব হয়। পাপনও জানালেন এমনটাই,
'আমরা চাচ্ছি, ২০২১ সালের বিশ্বকাপটা ধরার জন্য। তখন যদি কোন সুযোগ থাকে তাহলে কিছু খেলা আমাদের এখানে আনা যায় কিনা।'
উল্লেখ্য ২০২১ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিকে টি টোয়েন্টি বিশ্বকাপে রুপান্তর করার জন্য একটি প্রস্তাব উত্থাপন করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। যদিও সিদ্ধান্তটি এখনও চূড়ান্ত হয়নি।