ভিলিয়ার্সকে পেতে মুখিয়ে আছে বিগব্যাশের দলগুলো

ছবি:

আন্তর্জাতিক ক্রিকেট থেকে বুধবার সন্ধ্যায় অবসরের ঘোষণা দিয়েছেন প্রোটিয়া তারকা আব্রাহাম বেঞ্জামিন ডি ভিলিয়ার্স। এদিকে বিগব্যাশ লীগের আগে তার এমন অবসর নতুন কিছুরই ইঙ্গিত দিতে যাচ্ছে।
ধারণা করা হচ্ছে, বিগ ব্যাশে খেলার জন্যই আন্তর্জাতিক ক্রিকেট ছেড়েছেন ভিলিয়ার্স। ভিলিয়ার্স অবশ্য বার্তায় বলেছিলেন অর্থের জন্য ক্রিকেট ছাড়ছেন না তিনি। তার ভাষায়,
"আমি তাৎক্ষনিক ভাবে সব ধরণের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছি। ১১৪ টি টেস্ট, ২২8 টি ওয়ানডে ও ৭৮ টি টি-টুয়েন্টি আন্তর্জাতিক ম্যাচের পর, এখন অন্যদের সুযোগ দেয়া প্রয়োজন। আমার পালা শেষ হয়েছে। অধিক অর্থের জন্য না, সত্যিই আমি ক্লান্ত।"

অস্ট্রেলিয়ার বিখ্যাত ক্রীড়া সঞ্চালক অ্যান্টনি এভারগার্ডের টুইটে ভিলিয়ার্সের সঙ্গে বিগব্যাশের যোগসূত্রের ইঙ্গিত পাওয়া গিয়েছে। সেখানে তিনি ইংরেজিতে লিখেছেন,
'এবি যেসব স্ট্রোক খেলত সেটা কখনোই ভুলবো না। তবে এই ব্যাপারে মিশ্র প্রতিক্রিয়া। আন্তর্জাতিক অঙ্গনে তাকে মিস করবো। তবে বিগব্যাশের দলগুলোর বৃহস্পতিবারের সভা অবশ্যই আনন্দদায়ক।'
এদিকে ভিলিয়ার্স অবসর নেওয়ার পরে ক্রিকেটাঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। এমনকি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলও ক্রিকেট থেকে তার বিদায়ে শোক প্রকাশ করেছে।