promotional_ad

সাকিবের ব্যাটিং অর্ডারের সমালোচনায় আকাশ চোপড়া

promotional_ad

প্রায় শেষের পথে চলে এসেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১১ তম আসর। শেষের শুরুর অংশ হিসেবে আজ অনুষ্ঠিত হবে প্রথম কোয়ালিফায়ার ম্যাচ, যেখানে মুখোমুখি হবে পয়েন্ট টেবিলের দুই শীর্ষ দল সানরাইজার্স হায়দ্রাবাদ এবং চেন্নাই সুপার কিংস।


টেবিল টপার হায়দ্রাবাদের মূল লড়াইটি অবশ্য তাদের ব্যাটিং লাইন আপ যুতসই করার। কেননা এখন পর্যন্ত একটি স্থিতিশীল লাইন আপের দেখা খুব একটা পায়নি তারা। বিশেষ করে তাদের লোয়ার মিডল অর্ডারের ব্যাটসম্যানেরা আহামরি ভালো করতে পারেননি গ্রুপ পর্বে।


আর তাই চেন্নাইয়ের মতো শক্তিশালী দলের বিপক্ষে খেলার আগে দলের ব্যাটসম্যানদের নিয়ে বেশ চিন্তিত হায়দ্রাবাদ টিম ম্যানেজমেন্ট। ভারতের সাবেক টেস্ট ওপেনার এবং জনপ্রিয় ধারাভাষ্যকার আকাশ চোপড়া নিজেও বিষয়টি মানছেন। তাঁর মতে লোয়ার মিডল অর্ডার নিয়েই আজ বেশি ভোগার সম্ভাবনা রয়েছে সাকিবদের। এক ভিডিও বার্তায় তিনি বলেছেন,


'সানরাইজার্স হায়দ্রাবাদের মূল চিন্তার কারণ হলো তাদের লোয়ার মিডল অর্ডার। মনিষ পান্ডে হয়তো রান পাচ্ছে, কিন্তু তাঁর মধ্যে যথেষ্ট পরিমাণ আত্মবিশ্বাস দেখা যাচ্ছে না।'



promotional_ad

আকাশ চোপড়া সমালোচনা করেছেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসানকে বেশি সুযোগ না দেয়া নিয়েও। প্রায় প্রতি ম্যাচেই সাকিবকে নামানো হয়েছে বেশ দেরিতে। কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে গত ম্যাচে ৭ নম্বরে ব্যাটিং করতে নেমেছিলেন সাকিব।


তাই আকাশ চোপড়ার মতে সাকিবকে এত দেরিতে নামানো এবং ইউসুফ পাঠানকে বসিয়ে দীপক হুদাকে খেলানো খুব একটা কাজে আসছে না হায়দ্রাবাদের ক্ষেত্রে (যদিও গত ম্যাচে ইউসুফ পাঠান খেলেছিলেন)। এই প্রসঙ্গে আকাশ বলেন,


'সাকিব আল হাসানকে বেশি ব্যাটিংয়ের সুযোগ দেয়া হচ্ছে না এবং ইউসুফ পাঠানকে দীপক হুদার জন্য বসিয়ে রাখা আসলেই তেমন কাজ করছে না। সুতরাং এটি তাদের জন্য একটি বড় সমস্যা।'


অবশ্য হায়দ্রাবাদের শক্তিমত্তাও তুলে ধরেছেন সাবেক এই ভারতীয় ব্যাটসম্যান। তিনি জানিয়েছেন সাকিবদের মূল শক্তি স্পিন বোলিংয়ের ক্ষেত্রে। দলটিতে সাকিব এবং রশিদ খানদের মতো বিশ্বমানের স্পিনার থাকাতে দলের বোলিং বেশ শক্তিশালী বলে মনে করেন আকাশ চোপড়া। তাঁর ভাষায়,



'তাদের (হায়দ্রাবাদ) শক্তিমত্তা মূলত স্পিন ডিপার্টমেন্টে। রশিদ খান এবং সাকিব আল হাসানের মতো স্পিনার আছে তাদের দলে যারা উভয়ই দুর্দান্ত ভালো খেলছে।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball