তাসকিনের বাদ যাওয়ার দুটি কারণ

ছবি:

আফগানিস্তানের বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। আর এই দলে জায়গা হারিয়েছেন টাইগার স্পিড স্টার তাসকিন আহমেদ।
অবশ্য নিদাহাস ট্রফিতে ভাল পারফরমেন্স করতে পারেননি তাসকিন। বাদ পরাটা প্রত্যাশিতই ছিল। কিন্তু তাসকিন বাদ পরার পেছনে আরেকটি কারণ তার ইনজুরি। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু এই প্রসঙ্গে জানান,
'পারফর্মেন্স এবং ইনজুরি দুই কারণেই বাদ পড়েছে তাসকিন। ও কিন্তু নিদাহাস ট্রফিতে গিয়েই ইনজুরিতে পড়েছিলো এবং এই ইনজুরিটি অনেক দিন ধরেই। এখন যদিও দিন দিন উন্নতি করছে সে। আমার বিশ্বাস যে সে ওয়েস্ট ইন্ডিজ সফরের আগে সুস্থ হয়ে যেতে পারে।'

এদিকে আফগানিস্তানের জন্য ঘোষিত দলে নতুনত্ব আনেনি দেশের ক্রিকেটের অভিভাবক সংস্থা। মূলত আফগানিস্তানের শক্তিমত্তা বিবেচনা করেই এই সিদ্ধান্তে পৌঁছেছে দল।
'এক্ষেত্রে আমরা ঐ চিন্তাভাবনায় (নতুন ক্রিকেটার) যাইনি কারণ সিরিজটি আমাদের জন্য বেশ গুরুত্বপূর্ণ। আর টি টোয়েন্টি ক্রিকেটে আমরা র্যাংকিংয়েও পিছিয়ে আছি। সেই হিসেবে মনে করি আমাদের সেরা দলটি নেয়া দরকার ছিলো।
'কারণ সামনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলা আছে। তাই আমাদের সেরা স্কোয়াডটিই বাছাই করেছি। আমার মনে হয় আমাদের দলটি এখন নিদাহাস ট্রফির পরে যথেষ্ট আত্মবিশ্বাসী। এই ফরম্যাটটায় আমরা এখন আঁচ করতে পেরেছি আমাদের কোন জায়গায় ঘাটতি ছিলো আর কোন জায়গায় ভালো খেলার দরকার।'