শেষটা মনমতো হল না হায়দ্রাবাদের

ছবি:

গ্রুপ পর্বের শেষ ম্যাচ জয় দিয়ে শেষ করতে পারলো না সাকিব-উইলিয়ামসনদের সানরাইজার্স হায়দ্রাবাদ। কলকাতা নাইট রাইডার্সের কাছে পাঁচ উইকেটে হেরেছে তারা। এই জয়ে প্লে অফ নিশ্চিত করলো শাহরুখ খানের দল।
রাইডার্সের বিপক্ষে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৭২ রানের বড় পুঁজি গড়েছে সানরাজার্স হায়দ্রাবাদ। তবে দলীয় প্রচেষ্টায় পাঁচ উইকেট আর ম্যাচের দুই বল বাকী থাকতে তা টপকে যায় কলকাতা।
কলকাতার ইনিংসে সান্রাইজার্সের হয়ে চতুর্থ তম ওভার করতে আসেন সাকিব আল হাসান। নারিনের কাছে ওভারের প্রথম তিন বলে চার ছয় খেয়ে চতুর্থ বলেই নারিনকে মানিস পান্ডের ক্যাচে পরিণত করেন সাকিব।
নারিন ১০ বলে ২৯ রানের ক্যামিও খেলে ফিরে গেলেও উইকেটে ছিলেন ক্রিস লিন। সঙ্গে যোগ দেন রবিন উথাপ্পা। দুজনে সমান তালে রান তুলতে থাকেন। ৪৩ বলে চারটি চার আর তিনটি ছক্কায় ৫৫ করে ফিরে যান লিন।
উথাপ্পা করেন ৩৪ বল খেলে তিনটি চার আর দুটি ছক্কায় ৪৫ রান। শেষে ২২ বলে ২৬* রান করে দলকে জয়ের বন্দরে টেনে নেন কলকাতার অধিনায়ক দিনেশ কার্তিক।
হায়দ্রাবাদের হয়ে নিজের তিন ওভারে সাকিব দিয়েছেন ৩০ রান। নিয়েছেন নারিনের উইকেট। এছাড়া সিদ্ধার্থ কউল নেন ২৬ রানের বিনিময়ে দুটি উইকেট। এদিনে উইকেটশুন্য ছিলেন রশিদ খান।

এদিকে কলকাতার বিপক্ষে ওপেনার অ্যালেক্স হেলসকে বাইরে রেখেই একাদশ সাজিয়েছিল সানরাইজার্স হায়দ্রাবাদ। ফলে শিখর ধাওয়ানের সাথে ইনিংস উদ্বোধন করেছেন উইকেট রক্ষক শ্রীভাতস গোস্বামী।
টসে জিতে ব্যাট করতে নেমে এই দুজনের ব্যাটে দারুণ শুরু পায় হায়দ্রাবাদ। ওপেনিং জুটি থেকেই আসে ৭৯ রান। গোস্বামী ২৬ বলে ৩৬ রান করে আউট হয়েছেন।
এরপর কেন উইলিয়ামসনের সাথে দ্বিতীয় উইকেটে ৪৮ রান যোগ করেন ধাওয়ান। অধিনায়ক কেন উইলিয়ামসন ১৭ বলে ৩৬ রান করে ফিরে যাওয়ার পর ধাওয়ান ৫০ করে আউট হয়েছেন।
মূলত এই তিন ব্যাটসম্যানের ব্যাটেই বড় সংগ্রহের স্বপ্ন দেখেছিল হায়দ্রাবাদ। শেষ দিকে মনিশ পান্ডের ২২ বলে ২৫ ও সাকিব আল হাসানের সাত বলে ১০ রানে ১৭৭ রান সংগ্রহ করে দলটি।
কলকাতার হয়ে প্রসিধ কৃষ্ণ একাই দখল করেছেন চার উইকেট। এছাড়া একটি করে উইকেট নিয়েছেন আন্দ্রে রাসেল, সুনীল নারিন, কুলদীপ যাদব ও জভন সিয়ারস।
কলকাতা নাইট রাইডার্স (একাদশ):
সুনীল নারিন, ক্রিস লিন, রবিন উথাপ্পা, নিতিশ রানা, দিনেশ কার্তিক (অধিনায়ক/উইকেটরক্ষক), আন্দ্রে রাসেল, শুভমন গিল, জভন সিয়ারস, পিযুশ চাউলা, প্রসিদ কৃষ্ণ, কুলদীপ যাদভ।
সানরাইজার্স হায়দরাবাদ (একাদশ):
শিখর ধাওয়ান, কেন উইলিয়ামসন (অধিনায়ক), মনিশ পাণ্ডে, সাকিব আল হাসান, দীপক হুদা, শ্রীভাতস গোস্বামী (উইকেটরক্ষক), কার্লোস ব্র্যাথওয়েট, ভুবনেশ্বর কুমার, রশিদ খান, সিদ্ধার্থ কউল, সন্দীপ শর্মা।