promotional_ad

প্রতিটি দিনই সাব্বিরের জন্য চ্যালেঞ্জের

promotional_ad

টি টোয়েন্টি ফরম্যাটের র‍্যাংকিংয়ে বাংলাদেশের থেকে দুই ধাপ এগিয়ে আছে আফগানিস্তান। পাশাপাশি তাদের রয়েছে ??শিদ খান, মুজিবুর রহমানদের মতো বিশ্বমানের বেশ কিছু ক্রিকেটার।


সুতরাং আফগানদের বিপক্ষে টাইগাররা যে শক্ত এক চ্যালেঞ্জের মুখেই পড়বে বলাই বাহুল্য। যদিও বাংলাদেশ ক্রিকেট দলের হার্ডহিটার ব্যাটসম্যান সাব্বির রহমান এমনটা মনে করছেন না।


তার মতে প্রতিটি দিনই নতুন চ্যালেঞ্জ ক্রিকেটারদের জন্য। আর সেটি ভালোভাবে গ্রহণ করে সে অনুযায়ী কাজ করতে পারাটাই বাহাদুরির পর্যায়ে পড়ে। আফগান সিরিজে নিজেও সেটি করে দেখাতে চান সাব্বির। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে সাংবাদিকদের তিনি বলেন,



promotional_ad

'প্রত্যেকটি দিনই আমার জন্য চ্যালেঞ্জিং। প্রত্যেকটি সুযোগ যখন আসে আমার কাছে মনে হয় এটি নতুন চ্যালেঞ্জ। আর সেটি গ্রহণ করাটাই আমার কাজ। আমি সবসময় নতুন দিন হিসেবে কাজ করি এবং সেভাবেই নিজেকে তৈরি করার চেষ্টা করি।'


টি টোয়েন্টি ফরম্যাটে ছোট কিংবা বড় দল বলে কিছু নেই বলেও বিশ্বাস করেন সাব্বির। তার মতে ১২০ বলের খেলায় যে কোনো দলই জয় পেতে পারে। আফগানিস্তান দলটি বিশ্বমানের ক্রিকেটার থাকলেও বাংলাদেশও পিছিয়ে নেই তেমন একটি উল্লেখ করে এই হার্ডহিটারের ভাষ্য,


'টি টোয়েন্টিতে ছোট বড় দল বলে আসলে কিছু নেই। সবাই বড় দল, সবাই আবার ছোট দল। ১২০ বলের খেলা, আফগানিস্তান আস্তে আস্তে বড় দল হয়ে উঠছে। তাদের দলে বিশ্বমানের তিন চার জন ক্রিকেটার আছে। তাদের ভালো বোলার এবং ব্যাটসম্যান আছে। তবে আমাদেরও অনেক ভালো কোয়ালিটির বোলার এবং ব্যাটসম্যান আছে। আশা করি অনেক ভালো একটি সিরিজ হবে এবং আমরা অবশ্যই ম্যাচ জিততে যাবো, খুব ভালো একটি টুর্নামেন্ট হবে আমাদের।'




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball