promotional_ad

বিসিবির উদ্যোগকে স্বাগত জানালেন মাশরাফি

promotional_ad

দেশের তরুণ প্রতিভাবান ক্রিকেটারদেরকে মূল ধারার ক্রিকেটে তুলে আনার উদ্দেশ্যে একটি দারুণ উদ্যোগ হাতে নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।


তরুণদের নিয়ে তারা আয়োজন করতে যাচ্ছে বিসিবি অ্যাকাডেমি কাপ। শনিবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে এই টুর্নামেন্টটির উদ্বোধন করেন টাইগারদের ম্যানেজার খালেদ মাহমুদ সুজন।


তার সাথে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা এবং সাবেক স্পিন তারকা মোহাম্মদ রফিক। বিসিবির এই উদ্যোগকে স্বাগত জানিয়ে মাশরাফি সাংবাদিকদের বলেন,



promotional_ad

'অবশ্যই ভালো একটি উদ্যোগ। ক্রিকেট বোর্ডকে ধন্যবাদ। বিশেষ করে বিসিবির ডেভেলপমেন্ট টিমকে ধন্যবাদ যে এমন একটি টুর্নামেন্ট আয়োজন করেছে। সাধারণত এমন টুর্নামেন্ট দেখা যায় না। এখানে ঢাকা লিগে যারা খেলেছে তারা সুযোগ পাবে না।'


ঢাকা লিগে খেলা ক্রিকেটারদের বাইরে যারা রয়েছেন তাদের জন্য এই টুর্নামেন্টটিকে অনেক বড় একটি সুযোগ হিসেবে দেখছেন নড়াইল এক্সপ্রেস। তার মতে এই টুর্নামেন্ট থেকে পরবর্তীতে ক্লাব পর্যায়ে ডাক পাবেন ভালো পারফর্ম করা তরুণরা। মাশরাফির ভাষায়,


'ঢাকা লিগের বাইরে যেসকল প্রতিভাবান ক্রিকেটার রয়েছে তাদের জন্য এটা অনেক বড় একটি সুযোগ। তারা এখানে ভালো করতে পারলে বিভিন্ন ক্লাব থেকে শুরু করে বিসিবির আন্ডারে অনেক জায়গাতে সুযোগ পেতে পারে। যারা খেলতে পারে না, সুযোগ পায় না তাদের জন্য অনেক বড় একটি সুযোগ এটা।'




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball