সবাই চায় আমি সবসময় পাঁচ উইকেট করে নেইঃ রশিদ

ছবি:

'আফগানিস্তানের জন্য এটা অবশ্যই বড় দিন। আমি অধীর আগ্রহে এই দিনটার জন্য অপেক্ষা করছি। টেস্ট ক্রিকেটারের তকমা পেতে অপেক্ষা করতে ইচ্ছে হচ্ছে না।'
আগামী মাসেই ভারতের বিপক্ষে নিজেদের অভিষেক টেস্টে অংশ নেবে আফগানিস্তান। আর ঐতিহাসিক টেস্ট ম্যাচটির জন্য অপেক্ষা করাটা একেবারেই সহ্য হচ্ছে না রশিদ খানের। ভারতীয় মিডিয়ার কাছে দেওয়া সাক্ষাৎকারে তিনি আরও জানান,
'এটা আমাদের জন্য দারুণ কিছু। আমার মনে হয় আমাদের খেলা না দেখে কেউই বাড়ি ফিরবে না। আফগানিস্তানের মানুষজন ক্রিকেটকে অনেক বেশি ভালবাসে। সেখানকার মানুষ আশা করে আমি প্রতি ম্যাচেই পাঁচটি করে উইকেট নেই (হাসি...)।

'আমি যদি পারফর্ম না করি। তাহলে তারা আমাকে জিগ্যেস করে যে আমার কি হয়েছে। জাতীয় দলের হয়ে সবসময় ভালো খেলা লাগে আমার। কেননা আমি ভালো না খেললে দল হেরে যায়।'
একদম শেষে কথা বলেছেন নিজের বোলিং প্রসঙ্গেও। ১৯ বছর বয়সী এই তরুনের বোলিং প্রতিভা সহজাত। ভারতের শীর্ষস্থানীয় এক পত্রিকার কাছে তিনি জানান,
'আমি সাধারণত আঙ্গুলের অগ্রভাগ ব্যবহার করে বলে গতি আনি। কব্জির ব্যবহার করলে বলের গতি কমে যায়। কেউ আমাকে কিছু শেখায়নি। বিষয়টি জন্মগত ভাবেই আমি পারি।