কঠিন পরীক্ষার সম্মুখীন কোহলিরা

ছবি:

জমে উঠেছে আইপিএলের পয়েন্ট টেবিল। কেবল সানরাইজার্স হায়দ্রাবাদ প্লে অফ নিশ্চিত করেছে। আর আসর থেকে ছিটকে পড়েছে দিল্লী ডেয়ারডেভিলস। মাঝে দোদুল্যমান ছয়টি দল।
প্লে অফে যেতে পারে এদের যে কেউ। বারো ম্যাচে পাঁচটি জয়ে দশ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার সপ্তম স্থানে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। প্লে অফের রেসে আছে তারাও।
এজন্য অবশ্য সামনের দুটো ম্যাচেই জয় নিশ্চিত করতে হবে তাদের। সঙ্গে আছে রান রেটের সমীকরণও। যাত্রাটা কঠিন, কেননা নিজেদের পরবর্তী ম্যাচেই বৃহস্পতিবার দিন শক্তিশালী হায়দ্রাবাদের বিপক্ষে লড়বে তারা।
চেন্নাস্বামী স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৮.৩০ মিনিটে লড়বে তারা। আগেই প্লে অফ নিশ্চিত হলেও এই ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের এক নম্বর স্থানটি ধরে রাখতে চাইবে কেন উইলিয়ামসন-সাকিব আল হাসানদের হায়দ্রাবাদ।

আর ব্যাঙ্গালুরুর সামনে একমাত্র অনুপ্রেরণা চেন্নাস্বামী স্টেডিয়ামে শেষ পাঁচবারের দেখায় তিনবারই জিতেছে তারা। কোহলি-ভিলিয়ার্সের বিপক্ষে সাকিব-রশিদদের বর্ণীল লড়াই দেখা যাবে এই ম্যাচে।
আসরের পূর্ববর্তী ম্যাচে অবশ্য ব্যাঙ্গালুরুই হেরেছিল। সেই ম্যাচে কোহলির উইকেট শিকার করেছিলেন সাকিব আর ভিলিয়ার্সের উইকেট শিকার করেছিলেন রশিদ খান।
এদিকে এই ম্যাচের আগে দারুণ মাইলফলকের সামনে কোহলি। আর মাত্র ৬৮ রান করতে পারলেই আইপিএল ক্যারিয়ারে পাঁচ হাজার রান পূর্ন হবে তার। চার হাজারি ক্লাবে ঢুকতে আরও ৭০ রান লাগে হায়দ্রাবাদের ওপেনার শিখর ধাওয়ানের।
দুই দলেই একাদশ পরিবর্তনের কোনো প্রকার আভাস খুঁজে পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে হায়দ্রাবাদ হয়তো নিজেদের গ্রুপ পর্বের শেষ ম্যাচে দলের কয়েকজন ক্রিকেটারকে বিশ্রাম দিতে পারে। তাই এই ম্যাচে পুরানো একাদশ নিয়েই মাঠে নামার সম্ভাবনা তাদের।
সম্ভাব্য একাদশঃ-
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুঃ বিরাট কোহলি (অধিনায়ক), পার্থিব প্যাটেল (উইকেটরক্ষক), মঈন আলী, এবি ডি ভিলিয়ার্স, মান্দিপ সিং, সরফরাজ খান, কলিন ডি গ্র্যান্ডহোম, টিম সাউদি, উমেশ যাদব, মোহাম্মদ সিরাজ , যুবেন্দ্র চাহাল।
সানরাইজার্স হায়দ্রাবাদঃ শিখর ধাওয়ান, অ্যালেক্স হেলস, কেন উইলিয়ামসন (অধিনায়ক), মানিশ পাণ্ডে, দীপক হুদা, সাকিব আল হাসান, স্রেয়াশ গোস্বামী / ঋদ্ধিমান সাহা (উইকেটরক্ষক), রশিদ খান, ভুবনেশ্বর কুমার, সিদ্ধার্থ কৌল, সন্দীপ শর্মা।