চেন্নাইকে 'বুড়োদের দল' বলায় ক্ষেপেছেন রায়না!

ছবি:

আইপিএলে সবগুলো দলেই রয়েছে তারুণ্যের জয়জয়কার। স্থানীয় ভারতীয় ক্রিকেটার অথবা বিদেশী ক্রিকেটার মিলিয়ে গড় ২৬-২৮ বছরের ক্রিকেটার আছে প্রায় সবগুলো দলে।
কিন্তু দুইবার আইপিএল শিরোপা জয়ী দল চেন্নাই সুপার কিংসের হিসেব একটু আলাদা। তাদের দলে বয়স্ক ক্রিকেটারের সংখ্যাই বেশি। মহেন্দ্র সিং ধোনি, ডোয়াইন ব্রাভো, শেন ওয়াটসন, হরভাজন সিং প্রত্যেকের বয়স ৩৪ এর বেশি।
আর ইমরান তাহিরের বয়স তো প্রায় ৪০ ছুঁই ছুঁই। এজন্য প্রায় চেন্নাইকে শুনতে হচ্ছে কটাক্ষ। আর এজন্যই ক্ষেপেছেন দলের সিনিয়র ব্যাটসম্যান সুরেশ রায়না। চেন্নাইয়ের হয়ে শুরু থেকে খেলে আসা এই ক্রিকেটার মিডিয়ার সামনে কিছুটা রেগে গিয়েই বলেন,

'মানুষজন বলে আমাদের দলে নাকি বয়স্ক ক্রিকেটার অনেক বেশি। কিন্তু আমার মনে হয় আপনার অভিজ্ঞতার প্রয়োজন আছে। ধোনিকে দেখেই বিষয়টা বোঝা যেতে পারে। এই বয়সেও সে নিয়মিত রান করে যাচ্ছে।'
একইসঙ্গে এই আসরে নিজেদের লক্ষ্যের কথাও জানিয়েছেন রায়না। আসরে ১২ ম্যাচে আট জয় নিয়ে (১৬ পয়েন্ট) পয়েন্ট তালিকার দ্বিতীয় অবস্থানে তারা। ভারতের জার্সি গায়ে বিশ্বকাপ জেতা এই ক্রিকেটার জানান,
'রানারআপ দলকে কেউ মনে রাখেনা। সবাই চ্যাম্পিয়ন হতে চায়। আমরা যদি এই আসরে কোনোভাবে চ্যাম্পিয়ন হতে পারি তাহলে পূর্বের আসরগুলোতে ফাইনালে হেরে যাওয়ার ব্যথা ভুলতে পারব।'