হায়দ্রাবাদের রানের চাকা আটকে রাখলেন মুস্তাফিজ

ছবি:

ওয়াংখেড়েতে চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের ২৩তম ম্যাচে মুখোমুখি হয়েছে সাকিব আল হাসানের সানরাইজার্স হায়দ্রাবাদ এবং মুস্তাফিজুর রহমানের মুম্বাই ইন্ডিয়ান্স। ইতিমধ্যে ম্যাচটিতে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন মুম্বাই দলপতি রোহিত শর্মা।
ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি হায়দ্রাবাদের। তারা দলীয় ২০ রান ওপেনার শিখর ধাওয়ানকে হারায়। এই ওপেনার মাত্র ৫ রান করে ম্যাকক্লেনাগানের বলে বোল্ড হয়ে সাজঘরে ফিরেছেন। একই ওভারে ঋদ্ধিমান সাহা কোনো রান না করেই ইশান কিশানকে ক্যাচ দিয়ে ফিরেছেন।
উইলিয়ামসন মনিষ পান্ডেকে সঙ্গে নিয়ে প্রাথমিক বিপর্যয় সামাল দেন। মনিষ ১৬ রান করে হার্দিক পান্ডিয়ার বলে রোহিত শর্মার হাতে ক্যাচ দিলে আবারও চাপে পড়ে হায়দ্রাবাদ। এরপর উইলিয়ামসনের সঙ্গে যোগ দেন সাকিব।
কিন্তু এই ম্যাচে দুর্ভাগ্যজনক ভাবে মাত্র ২ রান করে রান আউট হয়ে সাজঘরে ফিরেছেন। দলীয় অষ্টম ওভারে বোলিংয়ে আসেন মুস্তাফিজ। সেই ওভারে মাত্র ৭ রান খরচ করেন তিনি। এক প্রান্ত আগলে রাখা উইলিয়ামসনও টিকতে পারেননি শেষ পর্যন্ত।

হায়দ্রাবাদ অধিনায়ক ২৯ রান করে উইকেটের পিছনে ক্যাচ দিয়ে হার্দিকের দ্বিতীয় শিকার হয়েছেন। আফগান অলরাউন্ডার মোহাম্মদ নবী মাত্র ১৪ রান করে মুম্বাইয়ের লেগ স্পিনার মারকান্দের বলে বোল্ড হয়ে আউট হয়েছেন।
আরেক আফগান রশিদ খান আউট হয়েছেন জসপ্রিত বুমরাহর বলে উইকেটের পিছনে রশিদ খানকে ক্যাচ দিয়ে। রশিদের ব্যাট থেকে এসেছে ৬ রান। দলীয় ১৬ তম ওভারে নিজের দ্বিতীয় ওভার করতে এসে মুস্তাফিজ মাত্র ৪ রান দেন।
মুম্বাই ইন্ডিয়ান্স একাদশ-
সুরিয়াকুমার যাদব, এভিন লুইস, ইশান কিশান (উইকেটরক্ষক), রোহিত শর্মা (অধিনায়ক), কাইরন পোলার্ড, ক্রুনাল পান্ডিয়া, হার্দিক পান্ডিয়া, মিচেল ম্যাক্লেনেগান, মায়াঙ্ক মারকান্দে, জাসপ্রিত বুমরাহ, মুস্তাফিজুর রহমান।
সানরাইজার্স হায়দ্রাবাদ একাদশ -
শিখর ধাওয়ান, কেন উইলিয়ামসন (অধিনায়ক), মনিষ পান্ডে, সাকিব আল হাসান, বেসল থাম্পি, শচীন বেবি, ঋদ্ধিমান সাহা (উইকেটরক্ষক), রশিদ খান, মোহাম্মদ নবী, সন্দ্বীপ শর্মা, সিদ্ধার্থ কউল।