ব্যাটিং অর্ডার নিয়ে মোসাদ্দেকের অভিযোগ

ছবি:

বাংলাদেশ জাতীয় দলে টপ অর্ডারে খেলেন তামিম-সাকিব-মুশফিক-মাহমুদুল্লাহদের মতো ক্রিকেটাররা। ফলে এই পজিশনে খেলার সুযোগ হয় না মোসাদ্দেক হোসে??ের মতো তরুণ ক্রিকেটারদের। তবে এ নিয়ে আক্ষেপ নেই তার।
তবে, ঘরোয়া ক্রিকেটেও এতো নিচে ব্যাট করার কোনো কারণ খুঁজে পাচ্ছে না মোসাদ্দেক। এ নিয়ে আক্ষেপ করেছেন তিনি। ঘরোয়া ক্রিকেটে ৩ টি ডাবল সেঞ্চুরির মালিক সম্প্রতি এক সাক্ষাৎকারে এনিয়ে অভিযোগ জানিয়েছেন।
মোসাদ্দেক বলেছেন, ‘এই জায়গাতে আমার অভিযোগ আছে। আমি জাতীয় দলে যে জায়গায় খেলি ওইটা হয়ত (ঠিক আছে)...কারণ ওই জায়গায় (উপরে) যারা খেলেন তাদের নিয়ে বলার কিছু নাই। কিন্তু এর মানে এই না যে ঘরোয়ায় আমি সাত নম্বর বা আট নম্বরে খেলব।'

টিম ম্যানেজমেন্টের দৃষ্টি আকর্ষণ করে মোসাদ্দেক বলেছেন, 'এই জায়গায় আমার অভিযোগ আছে। আমি আশা করব টিম ম্যনেজমেন্ট এটা দেখবে। কারণ আমি সরাসরি হয়ত কাউকে কিছু বলতে পারব না। আমি আশা করব নির্বাচকরা খেয়াল করবেন।’
তবে পাল্টা অভিযোগ রয়েছে মোসাদ্দেকের বিরুদ্ধেও। এই ক্রিকেটার নিজের যত্ন নেন না বলে অনেকে জানিয়েছেন। মোসাদ্দেক বলেছেন অন্য কথা। ইনজুরি থেকে ফিরে মানিয়ে নিতে একটু সময় লেগেছেন বলে মনে করছেন তিনি।
মোসাদ্দেকের ভাষ্যমতে, ‘আগের ছয় মাসে যদি দেখেন তাহলে এই জায়গায় কোন ঘাটতি ছিল না। ছয় মাস পরের কথা যদি বলেন আমি নিজের থেকে বলব শেষ ছয় মাসে আমি কোন কিছু করিনি। ডাক্তারের বারণ ছিল অনেক কিছু। ছয় মাস থেকে মানিয়ে নিতে সময় লাগবে এটা স্বাভাবিক। এর মাঝে আমি বিপিএল খেলেছি। সব মিলিয়ে আমি নিজেও বুঝতে পারিনি কি হচ্ছে আমার সাথে। যদি জাতীয় দলের ক্যাম্পে থাকি স্কিলের সঙ্গে ফিটনেস নিয়েও কাজ করব। যে ঘাটতি পড়েছে সেটা পূরণ করব।’