নিজেকে ফিরে পাওয়ার মিশনে তাসকিন

ছবি:

সময়টা একেবারেই ভালো যাচ্ছে না টাইগার এসার তাসকিন আহমেদের। পারফরমেন্সের অভাবে বছরের শুরুতে তৃদেশীয় সিরিজ ও শ্রীলঙ্কা সিরিজ থেকে বাদ পড়েছিলেন। তারপর নিদাহাস ট্রফিতে দলে ফিরলেও কদিন বাদেই শুনতে হয়েছে আরেকটি দুঃসংবাদ।
বাদ পড়েছেন বিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকে। এটা বড় একটি ধাক্কা হিসেবেই এসেছে তাসকিন আহমেদের ক্যারিয়ারে। তবে এই কারণে ঘাবড়ে যাচ্ছেন না এই পেসার। এটাকে নতুন চ্যালেঞ্জ হিসেবেই নিচ্ছেন তিনি।
ফিটনেসে উন্নতি করে ভুলগুলো শুধরাতে মরিয়া তাসকিন, ‘যা হয়ে গেছে, তা নিয়ে আসলে ভেবে লাভ নেই। কী কী ভুল ছিল, কী কী শোধরানো যাই ওইগুলা নিয়ে চিন্তা করছি। সিনিয়রদের সঙ্গে কথা বলছি, সব মিলিয়ে চিন্তা করলাম ফিটনেস আরও বাড়াতে হবে। নিজেকে আরও ফিট করতে হবে।'

ঘরোয়া ক্রিকেটের বেশিরভাগ ক্রিকেটারই এখন ব্যস্ত সময় কাটাচ্ছেন বাংলাদেশ ক্রিকেট লীগে। তবে কাঁধের চোটের কারণে মাঠের বাইরে তাসকিন। ইনজুরি কাটিয়ে মাঠে ফিরতে নিয়মিতই জিমে সময় দিচ্ছেন তিনি।
সামনেই টাইগারদের আফগানিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ সিরিজ আছে। সেই সফরের ক্যাম্পে জায়গা পেতে সব রকমের চেষ্টাই করে যাচ্ছেন এই পেসার, 'যেহেতু আমার একটা ইনজুরি আছে। আমি যদি শতভাগ ফিট থাকি তাহলে এই জিনিসগুলা কাজ করতে পারব। সামনে যে ক্যাম্পগুলো আছে তার আগেই উন্নতি করে ক্যাম্পে ঢুকতে চাই।’
তাসকিন মনে প্রাণে বিশ্বাস করেন, এই দুর্দিন খুব বেশিদিন স্থায়ী হবে না। স্বপ্ন দেখছেন আবারও জাতীয় দলে নিয়মিত হবেন। শতভাগ ফিট থাকলেই এই স্বপ্ন সত্যি হবে বলে মনে করেন টাইগার পেস তারকা