মুডি-মুরালিধরনের দীক্ষায় অনুপ্রাণিত সাকিব

ছবি:

আইপিএলের এবারের আসরে দারুণ শুরু পেয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদ। নিজের প্রথম তিন ম্যাচেই তারা দাপুটে জয় পেয়েছে। তবে, চতুর্থ ম্যাচে ক্রিস গেইলের দাপুটে ব্যাটিংয়ে পাঞ্জাবের বিপক্ষে হেরেছে দলটি।
এই ম্যাচে হায়দ্রাবাদের ব্যাটিংয়ে কিছু শুন্যতা চোখে পরেছে। তবে দলটির অলরাউন্ডার সাকিব আল হাসান জানিয়েছেন, ব্যাটিং নিয়ে চিন্তার কিছু নেই। ভালো ব্যাটিংয়ের সাথে বোলিং আক্রমণটা ঠিক ভাবে করতে পারলে তাদের হারানো কঠিন বলে জানিয়েছেন তিনি।
এই প্রসঙ্গে সাকিব বলেন, "আমি মনে করি না ব্যাটিংয়ে আমাদের জন্য উদ্বেগের কিছু আছে। আমরা যদি ভালো ব্যাটিং করি আর খুব ভালো বোলিং আক্রমণ দিয়ে ব্যাকআপ করতে পারি তবে আমদের হারানো খুব কঠিন হবে।"

হায়দ্রাবাদে প্রধান কোচ হিসেবে সাকিব পেয়েছেন টম মুডিকে। তাছাড়া বোলিং কোচ হিসেবে আছেন মুত্তিয়া মুরালিধরন। তাদের সমর্থন ও সাহায্যে দারুণ অনুপ্রাণিত সাকিব। কৃতজ্ঞতা জানিয়েছেন তাদের প্রতি।
সাকিব জানিয়েছেন, "আমরা আশা করছি আমরা দক্ষতা বৃদ্ধি করতে পারবো এবং প্রধাণ কোচ টম মুডি ও বোলিং কোচ মুত্তিয়া মুরালিধরন যেভাবে আমাকে সমর্থন যোগাচ্ছেন এবং সাহায্য করছেন তাতে আমি তাদের প্রতি কৃতজ্ঞ।
আগামীকাল নিজেদের পঞ্চম ম্যাচে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে খেলবে হায়দ্রাবাদ। মাঠে নামার আগে তাদের সমিহই করছেন সাকিব, " তারা বেশ কয়েকবছর ধরে একসাথে খেলছে। আমরা আমাদের সেরা খেলাটা খেলতে চাই। তাছাড়া আমরা আমাদের বেশ কয়েকটি অঞ্চলে উন্নতির চেষ্টা করছি।"
দলের ভারসাম্যে দারুণ খুশি সাকিব। নির্দিষ্ট দিনে নিজেদের সেরা খেলাটার দিকেই নজর দিচ্ছেন এই অলরাউন্ডার, "আমাদের দলে ভালো ভারসাম্য এবং গভীরতা আছে অসাধারণ অলরাউন্ডার মনিষ, হুদা ও ইউসুফ ভাইকে নিয়ে। কিন্তু এটা পুরোটাই নির্ভর করছে নির্দিষ্ট দিনে আমরা কেমন খেলি তার উপর।"