লম্বা ফরম্যাটে বিরক্ত হয়েই আক্রমণাত্মক ক্যারিবিয়ানরা

ছবি:

বর্তমান বিশ্বের অন্যতম সেরা মারকুটে ব্যাটসম্যানরাই উঠে এসেছেন ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ থেকে। ক্রিস গেইল, আন্দ্রে রাসেল, কাইরন পোলার্ড কিংবা সুনীল নারিন সবাই উইন্ডিজের জার্সি গায়ে খেলেছেন। বিশ্বের যেকোনো নামিদামি বোলারের বল মাঠ ছাড়া করতে তাদের জুড়ি নেই।
টি২০ ক্রিকেটের যুগে তারাই মাতিয়ে বেড়াচ্ছেন সারা বিশ্ব। খেলছেন প্রতিটি ফ্র্যাঞ্চাইজি লীগে। দলগুলোও টাকার বস্তা নিয়ে ছুটছেন তাদের দিকে। ফ্র্যাঞ্চাইজিগুলোকেও নিরাশ করছেন না তারা। সাম্প্রতিক পারফরমেন্স ঘাটলেই তা বোঝা যাবে।
আইপিএলের এবারের আসরের প্রথম সেঞ্চুরিটি গতকাল এসেছে ক্রিস গেইলের ব্যাট থেকে। হায়দ্রাবাদের বিপক্ষে ৬৩ বলে ১০৪ রানের এক ঝড়ো ইনিংস খেলেছেন গেইল। এর আগের ম্যাচেই মাত্র ১২ বলে ৪১ রানের ইনিংস খেলেছেন আরেক ক্যারিবিয়ান আন্দ্রে রাসেল।

এভাবেই পারফরমেন্স করে যাচ্ছেন সুনীল নারিন, এভিন লুইস ও কাইরন পোলার্ডরাও। বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক বোলিং কোচ ও আইপিএলের ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্সের বোলিং কোচ হিথ স্ট্রিকের মতে এই খেলোয়াড়রা দীর্ঘ ফরম্যাটের ক্রিকেট খেলে বিরক্ত। তাই টি-টুয়েন্টিতেই তারা বেশি আক্রমণাত্মক।
কলকাতার বোলিং কোচ স্ট্রিকের মতে তারা টি২০ ক্রিকেটটা উপভোগ করছেন তাই এমন দুর্দান্ত খেলছেন গেইল-রাসেলরা, 'প্রথমত আমি মনে করি ওরা এটা উপভোগ করে। ক্রিকেটের দীর্ঘতর সংস্করণ খেলে তারা বিরক্ত হয়ে যায়। তাদের অনেকেই বিশ্বজুড়ে সব লিগে খেলছে।'
তাছাড়া, শারীরিক সক্ষমতার প্রভাবেও তারা আক্রমণাত্মক বলে বিশ্বাস স্ট্রিকের। এ কারণেই তাদের ব্যাটে বল ঠিক ভাবে না লাগলেও বাউন্ডারি পার হয়ে যায়। স্ট্রিকের মতে , 'তাদের শারিরীক বিশেষত্ব আছে, শক্তি আছে। পোলার্ড, রাসেলের মত মানুষের ব্যাট বল ঠিকমত না লাগলেও বাউন্ডারি পার হয়ে যায়।'