promotional_ad

কোচ-অধিনায়ক নিয়োগে সময় নিচ্ছে অস্ট্রেলিয়া

promotional_ad

শুক্রবার নতুন কোচ ও অধিনায়কের নাম ঘোষণার কথা ছিল ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ)। তবে এই বিষয়ে চুড়ান্ত সিদ্ধান্ত নিতে আরও কিছু সময় নিচ্ছে তারা।অস্ট্রেলিয়া ক্রিকেট দলের আসন্ন ইংল্যান্ড সফরের আগে নতুন কোচ ও সিমিত ওভারের অধিনায়কের নাম ঘোষণা করা হবে।


শুক্রবার বোর্ড সভা শেষে এমনতাই জানিয়েছেন ক্রিকেট অস্ট্রেলিয়ার চেয়ারম্যান ডেভিড পিভার। সবশেষ দক্ষিণ আফ্রিকা সফরে  বল টেম্পারিং কান্ডে নিষিদ্ধ হয়েছেন অজি অধিনায়ক স্টিভেন স্মিথ। ফলে প্রয়োজনীয় হয়ে দাঁড়িয়েছে নতুন অধিনায়ক নির্বাচন। 


এদিকে বল টেম্পারিং কান্ডে নির্দোষ প্রমাণিত হয়েও প্রধান কোচের দায়িত্ব ছেড়েছেন ড্যারেন লেম্যান। দক্ষিণ আফ্রিকা সিরিজেই উইকেটরক্ষক ব্যাটসম্যান টি পেইনকে অধিনায়ক নির্বচন করে ক্রিকেট অস্ট্রেলিয়া।



promotional_ad

তবে শুধুমাত্র টেস্টের জন্য তাকে দায়িত্ব দেয়া হয়। বোর্ড সভায় প্রধান কোচ ও অধিনায়কের নামের সুপারিশ চেয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। চুড়ান্ত সিদ্ধান্ত নেয়ার পর তা ঘোষণা করা হবে বলেও নিশ্চিত করা হয়েছে বোর্ডের পক্ষ থেকে।


এক বিবৃতিতে পিভার বলেন, ‘বোর্ড পুরুষ দলের প্রধান কোচ ও ওয়ানডে অধিনায়ক ও সহ-অধিনায়ক প্রার্থীদের নামের সুপারিশ চেয়েছে। ওয়ানডে দলের ইংল্যান্ড সফরের আগে নিয়োগ দেয়ার লক্ষ্য থেকে আগামী কয়েক সপ্তাহের মধ্যে এ সুপারিশ চায় বোর্ড। চূড়ান্ত সিদ্ধান্ত হওয়ার পর আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হবে।’


এদিকে, কদিন আগেই অস্ট্রেলিয়ার সংবাদ মাধ্যমে খবর চাউর হয়েছিল অজিদের প্রধাণ কোচের দায়িত্ব নিচ্ছেন জাস্টিন ল্যাঙ্গার। তবে, এই সংবাদ অস্বীকার ক্রেছেন ক্রিকেট অস্ট্রেলিয়ার চেয়ারম্যান। আগামী জুনে পাঁচটি ওয়ানডে ও একটি টি-২০ ম্যাচ খেলতে ইংল্যান্ড সফরে যাবে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। সেই সফরেই দেখা যাবে নতুন কোচকে।




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball