ব্যাটিং অর্ডার নিয়ে আক্ষেপ মোসাদ্দেকের

ছবি:

অনেক সম্ভাবনা নিয়েই আন্তর্জাতিক আঙ্গিনায় পা রেখেছিলেন টাইগার অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকত। পি সারা ওভালে বাংলাদেশের শততম টেস্টে তাঁর ৭৫ রানের দুর্দান্ত এক ইনিংস দেখে অনেকেই ভবিষ্যতের তারকা ভেবেছিলেন।
চ্যাম্পিয়ন্স ট্রফির মতো বড় মঞ্চে বল হাতে চমক দেখিয়েছিলেন। তবে, চোখের সংক্রমণে আক্রান্ত হয়ে হঠাৎ আড়াল হয়ে গেলেন দৃশ্যপট থেকে। দুদিন আগেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড কেন্দ্রীয় চুক্তি নবায়ন করেছে। সেই চুক্তি থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক।
পারফরমেন্সের কারণেই বেশ কয়েকজনকে কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ দেয়া হয়েছে। তবে, ইনজুরি কাটিয়ে মাঠে পারফরমেন্স করার কোনো সুযোগ পাননি বলে আক্ষেপ করেছেন এই তরুণ অলরাউন্ডার। মোসাদ্দেক বলেছেন, ‘চোটে পড়ে খেলারই সুযোগ পাইনি, পারফর্ম করব কীভাবে!’

এদিকে, বিসিএলের এবারের আসরে দক্ষিণাঞ্চলের হয়ে খেলছেন মোসাদ্দেক। পঞ্চম রাউন্ডে ১০৭ বলে ১০২ রানের অপরাজিত এক ইনিংস খেলেছেন তিনি। ১০ চার আর ৪ ছক্কায় ইনিংসটা সাজানো মোসাদ্দেকের ৯৫.৩২ স্ট্রাইকরেট দেখে কে বলবে এটি চারদিনের ম্যাচ?
কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়ার পর, একটি প্রশ্ন করাই যায়। তাকে কি ছন্দ ফিরে পাওয়ার জন্য পর্যপ্ত সুযোগ দেয়া হয়েছে? মোসাদ্দেক অবশ্য ছন্দ ফিরে না পাওয়ার কারণ হিসেবে ইনজুরিকে দাঁড় করাচ্ছেন না। তিনি মনে করেন ব্যাটিং অর্ডারে ওলট পালটই তার ছন্দ ফিরে না পাওয়ার কারণ।
মোসাদ্দেকের ভাষ্যমতে, ‘আমি খেলার মধ্যে ছিলাম না দীর্ঘদিন। চোটে কারও হাত নেই। এটার কারণে ছন্দে নেই, সেটি কিন্তু নয়। চোট থেকে ফিরে বিপিএলে ঠিকমতো ব্যাটিংয়ের সুযোগ পাইনি। আমার ব্যাটিং অর্ডার হঠাৎ ওলটপালট হওয়ায় একটু সমস্যাও হয়েছে। ধীরে ধীরে কাটিয়ে ওঠার চেষ্টা করছি। আশা করি ধীরে ধীরে ছন্দ ফিরে পাব।’