সাকিবদের প্রচেষ্টার কমতি দেখছেন না উইলিয়ামসন

ছবি:

ইন্ডিয়ান প্রিমিয়ার লীগে (আইপিএল) নিজেদের চতুর্থ ম্যাচে এসে প্রথম হারের স্বাদ পেয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদ। তারা কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে ১৫ রানের ব্যবধানে হেরেছে। পাঞ্জাবের ১৯৪ রানের পাহাড় সমান লক্ষ্য তাড়া করতে নেমে লড়াই করেছে দলটি।
অধিনায়ক উইলিয়ামসনের ৫৪, মনিষ পান্ডের অপরাজিত ৫৭ ও সাকিবের ১২ বলে ২৪ রানের ঝড়ো ইনিংসে ১৭৮ রান সংগ্রহ করে হায়দ্রাবাদ। ম্যাচ হারলেও এই ম্যাচে দলের ক্রিকেটারদের প্রচেষ্টার কমতি দেখছেন না হায়দ্রাবাদ দলপতি।
ম্যাচ শেষে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে উইলিয়ামসন প্রশংসায় ভাসিয়েছে হায়দ্রাবাদের বিপক্ষে দানবীয় ১০৪ রানের ইনিংস খেলা পাঞ্জাবের ওপেনার ক্রিস গেইলকে। এই উইকেটে বোলারদের জন্য কিছু ছিলনা বলেও মনে করেন তিনি।

এই প্রসঙ্গে উইলিয়ামসন বলেছেন, "ক্রিস গেইলকে টুপি খোলা সালাম। আমরা জানি সে কি করতে পারে। এই উইকেটে বোলারদের জন্য সুবিধা ছিল না। তারা যেভাবে বল করেছে এটা থেকে আমরা অনেক কিছু শিখেছি। ওরা টাচ শট বল করেছে, আর আমরা অনেক ফুলার করেছিলাম।"
হায়দ্রাবাদের ইনিংসের প্রথম বলেই হাতে ব্যাথা পেয়ে মাঠ ছাড়েন ওপেনার শিখর ধাওয়ান। এই ম্যাচে ধাওয়ানের দারুণ সুযোগ ছিল বলে বিশ্বাস উইলিয়ামসনের। এই ম্যাচে হারের স্মৃতি ভুলে আগামী ম্যাচগুলোতে নজর দিতে চান তিনি।
উইলিয়ামসন বলেছেন, "শিখর বলটা দারুণ হিট করেছিল। তার দারুণ সুযোগ ছিল। আজকে রাতে, আমরা হেরেছি এতে আমাদের প্রচেষ্টার কোনো কমতি ছিল না। তারা দারুণ লেংথে বল করেছে। তারা বেশ কিছু বড় বাউন্ডারি মেরেছে। এখন আমরা শুধু সামনের ম্যাচে নজর দিতে চাই।"