ব্যাটিংয়ে সাকিব

ছবি:

ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (আইপিএল) ১৬ তম ম্যাচে আজ সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে ক্রিস গেইলের ঝড়ো সেঞ্চুরিতে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৯৩ রান সংগ্রহ করেছে কিংস ইলেভেন পাঞ্জাব।
১৯৪ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে ইনিংসের প্রথম বলেই হাতে ব্যাথা পেয়ে রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়েন হায়দ্রাবাদের ওপেনার শিখর ধাওয়ান। ৭ বলে ৬ রান করে মোহিত শর্মার বলে বোল্ড হয়ে সাজঘরে ফিরেছেন আরেক ওপেনার ঋদ্ধিমান সাহা।
এরপর ১৯ রান করা ইউসুফ পাঠানকে বোল্ড করে নিজের দ্বিতীয় উইকেট শিকার করেন মোহিত। ৫৪ রান করা হায়দ্রাবাদ অধিনায়ক কেন উইলিয়ামসন টাইয়ের বলে ফিঞ্চের হাতে ক্যাচ দিয়ে আউট হয়েছেন। দিপক হুদা ডিপ মিড উইকেটে ৫ রান করে ক্যাচ দিয়েছে তিওয়ারির হাতে টাইয়ের বলে। এরপর উইকেটে আসেন সাকিব।
এর আগে এই ম্যাচের শুরুতে টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন পাঞ্জাবের অধিনায়ক অশ্বিন। ফলে ব্যাটিংয়ে নামেন পাঞ্জাবের দুই মারকুটে ওপেনার ক্রিস গেইল ও লোকেশ রাহুল। শুরু থেকেই দেখে শুনে খেলতে থাকলেও কিছু সময় পর মারমুখি হন ক্যারিবিয়ান ব্যাটিং দানব ক্রিস গেইল।

৬ ওভার শেষে কোনো উইকেট না হারিয়ে তাদের সংগ্রহ দাঁড়ায় ৪৯ রান। পাওয়ার প্লের পরেই বোলিংয়ে এসে পাঞ্জাবের ওপেনার লোকেশ রাহুলকে লেগ বিফোরের ফাঁদে ফেলে আউট করেন রশিদ খান। রাহুলের ব্যাট থেকে এসেছে ২১ বলে ১৮ রান। এরপর ক্রিস গেইলের সাথে যোগ দেন মায়াঙ্ক আগারওয়াল।
১৮ রান করা আগারওয়াল আউট হয়েছেন হুদার বলে কউলের হায়ে ক্যাচ দিয়ে। তারপর গেইল মাত্র ৩৯ বলে অর্ধশতক তুলে নেন। গেইলের সঙ্গী করুণ নায়ার ২১ বলে ৩১ রান করে ভুবনেশ্বর কুমারের বলে ডিপ মিড উইকেটে ধরা পড়েছেন ধাওয়ানের হাতে।
এরপর ফিঞ্চকে সঙ্গে নিয়ে মাত্র ৫৮ বলে এবারের আইপিএলের প্রথম শতক তুলে নেন ক্রিস গেইল। নির্ধারিত ২০ ওভার শেষে ৬৩ বলে ১০৩ রান করে অপরাজিত থাকেন গেইল। আর তার সঙ্গী ফিঞ্চ ১৪ রান করে অপরাজিত থেকে দলকে বড় সংগ্রহ এনে দেন।
সানরাইজার্স হায়দরাবাদ (একাদশ): ঋদ্ধিমান সাহা (উইকেটকিপার), শিখর ধাওয়ান, কেন উইলিয়ামসন (অধিনায়ক), মনিশ পাণ্ডে, সাকিব আল হাসান, দীপক হুদা, ইউসুফ বলে পাঠান, ভুবনেশ্বর কুমার, রশিদ খান, সিদ্ধার্থ কাউল, ক্রিস জর্ডান।
কিংস ইলেভেন পাঞ্জাব (একাদশ): লোকেশ রাহুল (উইকেটকিপার), ক্রিস গেইল, মায়াঙ্ক আগরওয়াল, যুবরাজ সিং, অ্যারন ফিঞ্চ, করুণ নায়ার, রবিচন্দ্রন অশ্বিন (অধিনায়ক), এন্ড্রু টাই, বরিন্দ্রার শ্রাণ, মোহিত শর্মা, মুজিব উর রহমান।